বলিউড
মেয়ের নাম ও নামের অর্থ জানালেন আলিয়া

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
প্রথম সন্তানের মা হওয়ার কয়েক সপ্তাহ পর অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় আজ (২৪ নভেম্বর) পারিবারিক একটি ছবি শেয়ার করার মাধ্যমে এই তথ্য উল্লেখ করেছেন তিনি। ইতোমধ্যে এতে ২৩ লাখ লাইক পড়েছে।
আলিয়ার শেয়ার করা ছবিতে তার পাশাপাশি অভিনেতা রণবীর কাপুরের কোলে তাদের মেয়েকে ঝাপসা দেখা যাচ্ছে। ছবিটিতে বার্সেলোনার একটি ছোট্ট জার্সির ওপর ফোকাস করা হয়েছে। তাতে ইংরেজিতে বড় অক্ষরে লেখা ‘রাহা’। এটি রেখেছেন রণবীরের মা নীতু কাপুর। শাশুড়িকে জ্ঞানী ও চমৎকার মনে করেন তিনি।

আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
রাহা নামের অনেক সুন্দর অর্থ আছে জানিয়েছেন আলিয়া। তার ব্যাখ্যা, ‘রাহা নামের বিশুদ্ধতম রূপ হলো ঐশ্বরিক পথ। সোয়াহিলি ভাষায় এর অর্থ আনন্দ। সংস্কৃত ভাষায় রাহা একটি গোষ্ঠী। বাংলায় এর অর্থ অবলম্বন, স্বাচ্ছন্দ্য, পরিত্রাণ। আরবীতে রাহা হলো শান্তি। এর আরেকটি অর্থ সুখ, স্বাধীনতা ও কল্যাণ।’
এরপর আলিয়া লিখেছেন, ‘প্রথম কোলে নেওয়ার মুহূর্ত থেকে আমরা এসব অনুভব করেছি!’ এরপর একটি হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)
সবশেষে মেয়েকে উদ্দেশ করে ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘ধন্যবাদ রাহা, আমাদের পরিবারে প্রাণ এনে দেওয়ায়। মনে হচ্ছে, আমাদের জীবন সবে শুরু হলো।’ তারপর সূর্যের তিনটি ইমোজি যুক্ত করেছেন তিনি।
View this post on Instagram
রাহার নাম জেনে ভক্তরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন আলিয়াকে। তারকাদের মধ্যে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, আথিয়া শেঠি, সোফি চৌধুরী, ননদ রিধিমা কাপুর সাহানি তার প্রতি ভালোবাসা জানিয়েছেন।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
গত ৬ নভেম্বর রণবীর-আলিয়ার প্রথম সন্তান রাহার জন্ম হয়। গত এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর জুনে গর্ভধারণের ঘোষণা দেন আলিয়া। সবশেষ অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তাদের দেখা গেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস