Connect with us

শুভেচ্ছা

‘মেসি, তোমাকে বিশ্ব ভুলবে না’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। বিশ্বকাপ জিতলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গতকাল (১৮ ডিসেম্বর) কাতারের দোহায় লুসেইল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা। সাধারণ মানুষের মতো তারকারা মেসির স্বপ্নপূরণ উদযাপন করেছেন। অনেকে বাঁধভাঙা আনন্দে কেঁদেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেসব অনুভূতি জানিয়েছেন তারা।

পরীমণি

পরীমণি (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক হলেও লিওনেল মেসির দলকে অভিনন্দন জানিয়েছেন। তার চোখে, ‘অসাধারণ খেলছে আর্জেন্টিনা ও মেসি।’

পূজা চেরি

পূজা চেরি (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা পূজা চেরি বিশ্বকাপ ট্রফিতে মেসির চোখ বুজে মগ্ন হয়ে চুম্বনের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘গর্ব।’

লিওনেল মেসি

চিত্রকর্মে লিওনেল মেসি (ছবি: ফেসবুক)

বিশ্বকাপ জয়ের পরপরই লিওনেল মেসির একটি চিত্রকর্ম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ একই কথা নিজের ফেসবুক প্রোফাইলে জানিয়ে বিজয়ীর বেশে মেসির একটি ছবি পোস্ট করেন তিনি।

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী ও তার ছেলে শুদ্ধ (ছবি: ফেসবুক)

এর ঘণ্টা দুয়েক পর বিশ্বকাপ ট্রফিতে লিওনেল মেসির স্পর্শ করার ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে চঞ্চল চৌধুরী রসিকতার ছলে লিখেছেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’ একই কথা লিখে নিজের ফেসবুক প্রোফাইলে মেসি ও তার সতীর্থদের শিরোপা হাতে উল্লাসের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

চিত্রনায়িকা অপু বিশ্বাস আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে দলটির জার্সি পরা নিজের ছেলে আব্রাম খান জয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন। তার কথায়, ‘আমার বাবা খুশি।’

নাদিয়া আহমেদ

নাদিয়া আহমেদ (ছবি: ফেসবুক)

বিশ্বকাপ ট্রফিতে লিওনেল মেসির চুম্বনের ছবি শেয়ার করে অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘ধন্যবাদ মেসি! কী চমৎকার একটা বিশ্বকাপ ফাইনাল দেখলাম! অভিনন্দন আর্জেন্টিনা। সত্যিই আমরা স্বপ্নবাজ। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি। কারণ আমাদের বিশ্বাস ছিলো পারবো। লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা। আর্জেন্টিনা, আমরাই বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন।’

নিরব হোসেন

নিরব হোসেন (ছবি: ফেসবুক)

বিশ্বকাপ ট্রফিতে লিওনেল মেসির চুম্বনের ছবি শেয়ার করে চিত্রনায়ক নিরব হোসেন বলেন, ‘ফুটবল ঈশ্বর লিওনেল মেসি।’ এর আগে মেসির ছবিটি ফেসবুকে প্রোফাইল করেছেন তিনি। এরপর সতীর্থদের নিয়ে শিরোপা হাতে মেসির উল্লাসের একটি ছবি ফেসবুকে কাভার করেছেন এই তারকা।

জায়েদ খান

জায়েদ খান (ছবি: ফেসবুক)

একই ছবি শেয়ার করে অভিনন্দন জানিয়ে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘অনেক বছরের স্বপ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’

নিরব ও জায়েদ খানের মতোই একই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার আগে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আরো দুটি পোস্ট দিয়েছেন তিনি। খেলা শেষ হতেই জাতীয় পুরস্কার জয়ী এই গায়ক বলেন, ‘কী অসাধারণ ম্যাচ! আমি রীতিমতো কেঁদেছি। অবশেষে মেসি বিশ্বকাপ জিতলো। আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২২ পেলো।’

ইমরান মাহমুদুল

ইমরান মাহমুদুল (ছবি: ফেসবুক)

কাতারে ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিলো আলবিসেলেস্তেরা। সেই ঘটনা উল্লেখ করে ইমরান আরেকটি পোস্টে লিখেছেন, ‘প্রথম ম্যাচে হেরে যাওয়া দলটি আজ বিশ্বকাপ জিতে নিলো। নতুন এক ইতিহাস তৈরি করলো আর্জেন্টিনা। মেসি, ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ– তোমাদের বিশ্ব ভুলবে না।’

মামুনুন ইমন

মামুনুন ইমন (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক ইমন আর্জেন্টিনার জার্সি পরে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে তোলা একটি ছবি শেয়ার দিয়ে বলেন, ‘হ্যাঁ, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন।’ এর ঘণ্টা দুয়েক পর সেই ছবি ফেসবুক প্রোফাইল করেছেন তিনি।

সালহা খানম নাদিয়া

সালহা খানম নাদিয়া (ছবি: ফেসবুক)

ইমনের মতোই ছোট পর্দার অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া আর্জেন্টিনার জার্সি পরে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে তোলা একটি ছবি ফেসবুক প্রোফাইল করেছেন। তার অনুভূতিতে, ‘স্বপ্ন সত্যি হলো। আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২।’

আর্জেন্টিনাকে এর আগে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তিন যুগ পর আবার এই শিরোপা জয়ের মুহূর্তে তাই এই কিংবদন্তিকে মিস করেছেন কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন। তিনি মনে করেন, ‘ম্যারাডোনা চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হতেন।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ