ওটিটি
‘মোবারকনামা’য় ধর্ষণের শিকার তরুণীর পক্ষে লড়বেন মোশাররফ
অভিনেতা মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র ট্রেলার প্রকাশ করলো ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। এতে পুরো গল্পের আভাস রয়েছে। মূল চরিত্র মোবারক হোসেন ভূঁইয়া একসময়ের অত্যন্ত সফল আইনজীবী, যিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। কিন্তু হঠাৎ একটি চাঞ্চল্যকর ঘটনায় সিদ্ধান্ত বদলান তিনি। এক তরুণীর ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তাকে এমনভাবে প্রভাবিত করে যে, এমন মামলায় পরাজয় নিশ্চিত জেনেও আইনজীবী হয়ে আবার আদালতে ফিরে আসেন মোবারক।
গতকাল (১১ ডিসেম্বর) ‘মোবারকনামা’র ট্রেলার মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘পর্দায় এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রের মধ্যে মোবারক অন্যতম। দর্শকদের ভালোবাসা, ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। দর্শকেরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি। ট্রেলারে একঝলক দেখা গেছে মাত্র। মোবারকের গল্প যেভাবে উন্মোচন হবে, তাতে দর্শকদের মধ্যে এমন চরিত্র ভবিষ্যতে আরো দেখার আগ্রহ জন্মাবে। আমরা সবসময় দর্শকের কথা ভাবি, তাদের ভালো লাগলেই কাজ করা সার্থক হয়।’
গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘মোবারকনামা’ হইচইতে ২১ ডিসেম্বর থেকে দেখা যাবে। গল্প লিখেছেন তিনিই। মোবারক চরিত্র প্রসঙ্গে তার মন্তব্য, ‘একবছরেরও বেশি সময় ধরে মোবারকনামার কনসেপ্ট নিয়ে কাজ করেছি। ওয়েব সিরিজটি নিয়ে আমি উচ্ছ্বসিত। এর মাধ্যমে কারো আচরণ সংশোধন করতে চাই না কিংবা সমাজকে শেখাতে চাই না কী করা উচিত। শুধু দেখাতে চাই, কীভাবে একই ইস্যুতে পুরুষ ও নারীদের প্রতি আলাদাভাবে আচরণ করা হয়। আমার আশা, দর্শকেরা সিরিজটি পছন্দ করবেন।’
হইচইতে মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ছিলো ‘দৌড়’। এতে বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘মহানগর’ ও ‘মহানগর-২’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রের সুবাদে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। হইচইতে এবার আইনজীবীর পোশাকে দেখা যাবে তাকে।
‘মোবারকনামা’য় প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করেছেন নওরিন হাসান খান জেনি, শবনম ফারিয়া ও শাহনাজ সুমি। তাদের মধ্যে জেনি দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। তাকে দেখা যাবে আইনজীবীর পোশাকে। মোবারকের স্ত্রীর ভূমিকায় থাকছেন শবনম ফারিয়া। আর শাহনাজ সুমির চরিত্রটি ধর্ষণের শিকার তরুণীর।
আট পর্বের ওয়েব সিরিজ ‘মোবারকনামা’ তৈরি হয়েছে পুরান ঢাকার পটভূমিতে। এতে আরো অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস