ঢালিউড
মোশাররফের মুখোমুখি সাইমন ও পরীমণি
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন বছরের প্রথম দুই শুক্রবার ঢালিউডের কোনও সিনেমা মুক্তি পায়নি। তৃতীয় শুক্রবারে একসঙ্গে এলো পরীমণি অভিনীত ‘কাগজের বউ’ ও সাইমন সাদিকের ‘শেষ বাজি’। তবে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ থেকে আমদানি করা ‘হুব্বা’। যদিও এর প্রধান নায়ক মোশাররফ করিম।
আজ (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ ও মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’। এগুলোর চেয়ে বেশিসংখ্যক সিনেমাহলে চলছে ‘হুব্বা’। যদিও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুযায়ী উৎসব ছাড়া একই দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটলো এবার।
‘হুব্বা’ আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখাসহ দেশের ৬৪ সিনেমাহলে চলছে এটি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছে এই সিনেমা।
পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর চিত্রনাট্য ও পরিচালনায় ‘হুব্বা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে ঘিরে এর গল্প। হুগলি জেলায় খুন, জখম, মাদক পাচারসহ অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাই ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে ডাকা হতো তাকে। তার বিরুদ্ধে অজস্র মামলা ছিলো। তবে যতবারই তাকে গ্রেফতার করেছে পুলিশ, প্রতিবারই জামিনে ছাড়া পেয়ে যেতেন তিনি। একসময় ভোটে দাঁড়াতে চান হুব্বা। ২০১১ সালে বৈদ্যবাটির খালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
‘হুব্বা’য় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আছেন কলকাতার অনেক অভিনেতা-অভিনেত্রী। হুব্বা ও পুলিশের দ্বৈরথ নিয়ে থ্রিলার-কমেডি ধাঁচের সিনেমাটি তৈরি হয়েছে সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ফিরদাউসুল হাসান ও প্রবাল হালদার। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ ব্যানার্জি।
এদিকে ‘শেষ বাজি’ ১৯টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। সৈয়দ মোহাম্মদ সোহেলের প্রযোজনায় এতে সাইমন সাদিক ছাড়াও অভিনয় করেছেন শিরিন শিলা, রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সাবেরি আলম, সুব্রত ও সিলভি। গল্প ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। সিনেমাটির গান লিখেছেন জাকির হোসেন রাজু ও সেজুল হোসেন। এগুলো গেয়েছেন ইমরান মাহমুদুল, কোনাল, স্বীকৃতি, শাহরিয়ার রাফাত ও রাজ হাসান। সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা ও অভিজিৎ জিতু।
অন্যদিকে চয়নিকা চৌধুরীর তৃতীয় সিনেমা ‘কাগজের বউ’ মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের দুটি শাখাসহ (বসুন্ধরা ও মিরপুর) ৮টি সিনেমাহলে। এতে অভিনয় করেছেন পরীমণি, ইমন ও ডি এ তায়েব। এছাড়া আছেন আবুল হায়াত, দিলারা জামান, আনহা তামান্না, সুমন মাহমুদসহ অনেকে। এসজি প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মাহমুদুল হক পলাশ। কমল সরকারের কাহিনি নিয়ে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইফফাত আরেফীন মাহমুদ তন্বী।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস