বলিউড
রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ, ভেন্যু ও অতিথি
এক ছাদের নিচে জীবনের নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ের বান্দ্রায় রণবীরের বাড়ি ‘বাস্তু’তে সোমবার (১১ এপ্রিল) বিকালে একটি ট্যাক্সিতে চলে এসেছে হবু বর-কনের বিয়ের পোশাক। আলিয়ার লেহেঙ্গা ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি। এর আগে সকালে ঢুকেছে ডেকোরেটররা। মুম্বাই পুলিশ বাড়তি নিরাপত্তা জোরদার করেছে। বেঙ্গালুরু থেকে আনা হয়েছে চন্দ্রমল্লিকা ফুল।
দুই পরিবারে এখন বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। তবে রণবীর-আলিয়া কিংবা তাদের পরিবারের কেউই বিয়ের দিনক্ষণ এখনও জানাননি। শোনা যাচ্ছে, আগামী ১৫ এপ্রিল দিবাগত রাত ২টা থেকে রাত ৪টার (১৬ এপ্রিল) মধ্যে বাস্তুতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের সময় অতিথি থাকবেন মোট ২৮ জন। তারা সবাই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু।
বুধবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়ে যাবে বিয়ের উৎসব। এদিন থাকছে মেহেদি অনুষ্ঠান। পরদিন হবে হলুদ সংগীত। মুম্বাইয়ের চেম্বুরে আরকে স্টুডিওসে এসব আয়োজন রয়েছে। ১৯৮০ সালে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু কাপুরের বিয়ে হয়েছিল এখানেই। ঋষি কাপুরের বাবা রাজ কাপুর প্রতিষ্ঠা করেছিলেন আরকে স্টুডিওস। কাপুর পরিবার প্রতিবছর গনেশ চতুর্থী উদযাপন করে এখানেই।
রণবীর-আলিয়ার বিয়ের মেহেদি ও হলুদ সংগীতানুষ্ঠান উপলক্ষে আরকে স্টুডিওসের প্রবেশপথের সামনে সোমবার রাতে দেখা গেছে আলোকসজ্জা। ফটকের সামনের গাছগুলো বাতি দিয়ে সাজানো হয়েছে। রণবীরের বাস্তু বাড়িও হয়ে উঠেছে আলোকিত।
এছাড়া আলোয় সাজিয়ে তোলা হয়েছে কৃষ্ণা রাজ বাংলো। মুম্বাইয়ের পালি হিলে নির্মাণাধীন এই বাড়িতেই বিয়ের পর সংসার সাজাবেন রণবীর-আলিয়া। রণবীরের দাদি কৃষ্ণা রাজ কাপুরের নামে এর নামকরণ হয়েছে। গত কয়েক মাসে রণবীর, তার মা নিতু কাপুর ও আলিয়া নিয়মিতভাবে বাংলোর কাজের অগ্রগতি পরখ করেছেন।
আগামী ১৭ এপ্রিল মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা হবে। অতিথি তালিকায় থাকছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, করণ জোহরের মতো বলিউডের প্রথম সারির তারকারা। ইতোমধ্যে হবু বর-কনে সাগরপাড়ের হোটেলটিতে গিয়ে সব পাকা করে ফেলেছেন। কারণ শুটিংয়ে ফেরার আগে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সেরে ফেলতে চান তারা।
২০১৮ সালে অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রক্ষ্মাস্ত্র’তে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর-আলিয়া। তাদের এই সিনেমা মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রয়।
সোনম কাপুরের বিয়ের সংবর্ধনায় প্রথমবার জনসমক্ষে একসঙ্গে আসেন রণবীর ও আলিয়া। তবে প্রেম নিয়ে লুকোচুরি করেননি তারা। বিয়ের বন্ধনে জড়াবেন বলেও একাধিকবার জানিয়েছেন দু’জনে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস