বলিউড
রানি মুখার্জির আত্মজীবনী আসছে জন্মদিনে
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির নামের পাশে যুক্ত হচ্ছে লেখক পরিচয়। আত্মজীবনী লিখছেন তিনি। এটি তার ভক্ত ও পাঠকদের জন্য নিশ্চিতভাবেই দারুণ খবর।
স্মৃতিগ্রন্থে নিজের অনুপ্রেরণাদায়ক নিবিড় পথচলা তুলে আনছেন রানি। ফলে এতে ৪৪ বছর বয়সী এই তারকার জীবনের অনেক অজানা বিষয় জানা যাবে।
এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ২৫ বছর কাটিয়ে দিয়েছি। কখনো নিজের জীবন ও সিনেমায় আমার পথচলা সম্পর্কে মনের কথা খুলে বলিনি। সিনেমায় নারী হিসেবে আমাদের প্রতিনিয়ত বিবেচনা করা হয়। এটি আমার ওপর যে প্রভাব ফেলেছিল সেই ক্লেশ ও যন্ত্রণা বইয়ের পাতায় তুলে ধরতে চাই। কারণ আমি এই ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ারের লম্বা সময় পাড়ি দিয়েছি।’
রানি যোগ করেন, ‘আমি অতীতে বিরতি নেওয়ার ও জীবনের দিকে ফিরে তাকানোর সময় পাইনি। স্মৃতিগ্রন্থটি আমার কাছে শৈশব থেকে আমি যা ছিলাম সেসব মনে করিয়ে দেওয়ার পথ তৈরি করে দেবে। এটি আমার ভক্তসহ প্রত্যেকের জন্য লিখছি, যারা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন এবং আমাকে নিজেদের করে রেখেছেন। আমি সবার প্রতিক্রিয়ার জন্য মুখিয়ে আছি। বইটি আগামী বছর আমার জন্মদিনে প্রকাশ হবে, তাই দিনটি আরও বিশেষ হয়ে উঠবে!’
আগামী বছরের ২১ মার্চ রানির জন্মদিনে বইটি প্রকাশ করবে হারপার কলিন্স ইন্ডিয়া। প্রকাশনা সংস্থাটির সিনিয়র কমিশনিং এডিটর বুশরা আহমেদ বলেন, ‘একজন অভিনেত্রীর যা কিছু থাকা দরকার রানি মুখার্জি তেমন একজন। তিনি সুন্দরী, অন্যরকম, মনোযোগী পারফরমার। রানি সিনেমার সেই সময়ের তারকা যখন সোশ্যাল মিডিয়ার খ্যাতির স্রোত ছাড়াই রুপালি পর্দায় ঝলক দেখিয়েছেন। সিনেমায় দৃঢ় মনোবলের নারী চরিত্র ফুটিয়ে তোলায় ভূমিকা রেখেছেন তিনি।’
বলিউড অভিনেত্রীদের মধ্যে এর আগে লেখক হিসেবে বই বের করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, নীনা গুপ্তা ও সোহা আলি খান।
এদিকে সবশেষ গত বছরের নভেম্বরে ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে রানিকে। তার হাতে এখন আছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিনেমা। এর গল্প ভারতীয় এক দম্পতিকে কেন্দ্র করে যাদের সন্তানকে ২০১১ সালে নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিসেস নিয়ে চলে যায়।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস