ঢালিউড
রুনা খানের ছবিগুলো দেখে কী মন্তব্য করলেন মৌ

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
অভিনেত্রী রুনা খান এখন নতুন সিনেমার শুটিং করছেন। এর নাম ‘বক– দ্য সোল অব ন্যাচার’। এতে তার চরিত্রের নাম সবিতা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর পাড়ে চানপুর চরে শুটিং চলাকালে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন এই তারকা। এগুলো দেখে মন্তব্য করেছেন শোবিজের কয়েকজন।
ফেসবুকে রুনা খানের নতুন লুক দেখে একসময়ের দেশসেরা মডেল সাদিয়া ইসলাম মৌ মন্তব্য করেছেন, ‘অপূর্ব।’ তাকে উত্তরে রুনা খান বলেন, ‘আপুনি, দোয়া করো তুমি।’

সাদিয়া ইসলাম মৌ (ছবি: ফেসবুক)
এ প্রজন্মের আরেক মৌ অর্থাৎ উপস্থাপিকা-মডেল মৌসুমী মৌ শুভকামনা জানাতে লিখেছেন, ‘জাতীয় পুরস্কার আসবে আবার।’ তার মন্তব্যের উত্তরে রুনা বলেন, ‘কী যে বলিস না! তবে দোয়া করিস আপুর জন্য, যাতে ভালো কাজ করতে পারি।’

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
রুনা খানকে মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও শুভাকামনা জানিয়েছেন অভিনেত্রী শারমিন জোহা শশী, নির্মাতা গৌতম কৈরী, একসময়ে অভিনেতা শফিক সাদেকী, সংগীতশিল্পী হুমায়রা বশিরসহ অনেকে।

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে ‘বক– দ্য সোল অব ন্যাচার’ পরিচালনা করছেন মাসুদ পথিক। তিনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত।

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
জানা গেছে, ‘বক– দ্য সোল অব ন্যাচার’ সিনেমায় একটি পরিবারের মধ্য দিয়ে প্রকৃতি ও জীবনের গল্প তুলে ধরা হচ্ছে। এতে সবিতা চরিত্রটি ফুটিয়ে তুলতে পুকুরে বেশ কয়েকবার ডুব দিতে হয়েছে রুনা খানকে। তখন ধারণকৃত একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
রুনা খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো কৌশিক শংকর দাসের ‘দাফন’, তৌফিক এলাহীর ‘নীলপদ্ম’ এবং রুবেল আনুশের ‘উধাও’।

রুনা খান (ছবি: সাফওয়ান মাহমুদ)
তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় ইটভাটার মালিকের প্রথম স্ত্রীর চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী হন রুনা খান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস