Connect with us

বিশ্বসংগীত

র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

আমেরিকান র‌্যাপ দল মিগোসের বিখ্যাত সংগীতশিল্পী টেকঅফ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে একটি পার্টিতে ২৮ বছর বয়সী এই তারকাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বইছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে (১ নভেম্বর) হিউস্টন পুলিশ বিভাগের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গায়ের রঙ কালো এবং বয়স আনুমানিক ২০-৩০ বছর। লোকটির মাথায় বা ঘাড়ে গুলি লেগেছে। হ্যারিস কাউন্টি ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্সেসের প্রতিবেদন না পাওয়া এবং পরিবার শনাক্ত না করা পর্যন্ত নিহতের নাম প্রকাশ করবে না পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

হিউস্টন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, পার্টিতে আরও দুইজন গুলিতে আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পার্টিতে পাশা খেলছিলেন টেকঅফ। পাশা খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁর ওপর গুলি চালানো হয়। পার্টিতে ৪০-৫০ জন ছিলেন। তাদের মধ্যে কে গুলি চালিয়েছে নিরাপত্তাকর্মীরা দেখেনি।

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

টেকঅফের প্রকৃত নাম কার্শনিক খারি বল। তাঁর একজন প্রতিনিধি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) নিহতের খবর নিশ্চিত করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র ও একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টেকঅফের নিহত হওয়ার খবর প্রকাশ করেছে আমেরিকান ওয়েবসাইট টিএমজি, ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার।

মিগোস

(বাঁ থেকে) অফসেট, কোয়াভো ও টেকঅফ (ছবি: টুইটার)

আমেরিকান সংগীত বিষয়ক ম্যাগাজিন রোলিং স্টোনের ওয়েবসাইটে বলা হয়েছে, হিউস্টনের পার্টিতে মিগোসের আরেক সদস্য কোয়াভো ছিলেন। তবে তিনি আঘাত পাননি। তার প্রকৃত নাম কোয়াভিয়াস কিয়েট মার্শাল।

মিগোস

সংগীত পরিবেশনের মুহূর্তে (বাঁ থেকে) কোয়াভো, টেকঅফ ও অফসেট (ছবি: টুইটার)

এছাড়া টেকঅফের কাজিন মিগোসের তৃতীয় সদস্য অফসেট অনুষ্ঠানে যাননি। তার প্রকৃত নাম কিয়ারি কেন্ড্রেল সিফাস।

মিগোস

(বাঁ থেকে) টেকঅফ, কোয়াভো ও অফসেট (ছবি: টুইটার)

আটলান্টার হিপহপ ত্রয়ী দলটির শুরুতে নাম ছিলো পোলো ক্লাব। ২০১০ সালে মিগোস হিসেবে আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পেতে থাকেন তারা। ২০১৩ সালে তাদের গান ‘ভেরসাচি’ রিমিক্স করেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক।  তাদের গান ‘ব্যাড অ্যান্ড বুজি’, ‘মোটর স্পোর্ট’ এবং ‘ওয়াক ইট টক ইট’ ব্যাপক জনপ্রিয়। কানিয়ে ওয়েস্ট, ফ্যারেল উইলিয়ামস, ক্যালভিন হ্যারিস, নিকি মিনাজ, কার্ডি বি’র সঙ্গে গান করেছে ব্যান্ডটি।

মিগোস

গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে (বাঁ থেকে) টেকঅফ, কোয়াভো ও অফসেট এবং কার্ডি বি (ছবি: টুইটার)

অফসেটের সঙ্গে মতের অমিল হওয়ায় চলতি বছর ভেঙে যায় মিগোস। অফসেট ও কার্ডি বি একই ছাদের নিচে থাকেন। তাদের দুই সন্তান আছে।

বিশ্বসংগীত

ঢাকায় ১৪ বছর পর আসছে পাকিস্তানের জাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের পোস্টারে গহর মুমতাজ (ছবি: অ্যাসেন)

দীর্ঘ ১৪ বছর পর আবার ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। এর সদস্যরা ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অবস্থিত ঢাকা এরেনায় থাকছে কনসার্ট। এটি আয়োজন করছে অ্যাসেন, জির্কোনিয়াম এবং রুটওভার এক্সপেরিয়েন্স। ইতোমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হজার ৫০ টাকা।

টিকিট সংগ্রহের ফেসবুক লিংক সোশ্যাল মিডিয়ায় গত ২২ আগস্ট পোস্ট করে ঢাকায় কনসার্টে গাওয়ার ঘোষণা দিয়েছেন জাল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য গহর মুমতাজ। তিনি লিখেছেন, ‘সবার সঙ্গে দেখা হবে বাংলাদেশে।’

অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ চৌধুরী জানান, টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘উপমহাদেশের ব্যান্ড হিসেবে জাল-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ একযুগ পর বাংলাদেশে ব্যান্ডটিকে আনার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আশা করি, দর্শক-শ্রোতারা চমৎকার একটি কনসার্ট উপভোগ করবেন।’

সর্বশেষ ২০১০ সালে ঢাকায় সংগীত পরিবেশন করে জাল ব্যান্ড। এর বর্তমান লাইন-আপে আছেন গহর‌ মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে জাল আত্মপ্রকাশ করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে লাইন-আপে যোগ দেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এছাড়া এই ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ ও শাহজি’র মতো গুণী শিল্পীরা।

২০০৪ সালে প্রকাশিত হয় জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এর ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়” গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। বাংলাদেশে ব্যান্ডটি তুমুল জনপ্রিয়। তাদের জনপ্রিয় গানের তালিকায় আরো আছে ‘সজনী’, ‘দিল হারে’, ‘এক দিন আয়েগা’ ইত্যাদি।

সম্প্রতি কোক স্টুডিও (পাকিস্তান) ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে সংগীত পরিবেশন করে নতুনভাবে দর্শক-শ্রোতাদের প্রশংসা পায় জাল ব্যান্ড।

পড়া চালিয়ে যান

বিশ্বসংগীত

দর্শকদের ভোটে ‘বার্বি’র ছক্কা, টেলর সুইফটের বাউন্ডারি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের ৪৯তম আসরে দর্শকদের ভোটে সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে ‘বার্বি’। চারটি শাখায় সেরার স্বীকৃতি পেয়েছেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। 

গত ১৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় ৪৫টি শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছেন ‘দ্য হকআই’ তারকা জেরেমি রেনার। একবছরেরও বেশি সময় আগে ভয়াবহ স্কি দুর্ঘটনায় ৩০টি হাড় ভেঙে গিয়েছিলো তার। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান ‘লকি’ তারকা টম হিডলস্টন। মঞ্চে বিলি আইলিশের হাতে বর্ষসেরা টিভি পারফরম্যান্স পুরস্কার তুলে দেন জেরেমি রেনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীনা-কানাডিয়ান তারকা সিমু লিউ (সাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস)।

কাইলি মিনোগ (ছবি: পিপল’স চয়েস)

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অস্ট্রেলিয়ান পপতারকা কাইলি মিনোগ। বিশেষ সংগীত আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন লেনি ক্র্যাভিৎজ। তিনি ও আমেরিকান কান্ট্রি গায়িকা লেইনি উইলসন গান গেয়ে শুনিয়েছেন। কমেডিতে বিশেষ অবদানের জন্য পিপল’স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডাম স্যান্ডলার।

র‍্যাচেল জেগলার (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সিনেমা শাখা
বর্ষসেরা সিনেমা: বার্বি
বর্ষসেরা অ্যাকশন সিনেমা: দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস
বর্ষসেরা কমেডি সিনেমা: বার্বি
বর্ষসেরা ড্রামা সিনেমা: ওপেনহাইমার
বর্ষসেরা অভিনেতা: রায়ান গসলিং (বার্বি)
বর্ষসেরা অভিনেত্রী: মার্গো রবি (বার্বি)
বর্ষসেরা অ্যাকশন তারকা: র‍্যাচেল জেগলার (দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস)
বর্ষসেরা কমেডি তারকা: জেনিফার লরেন্স (নো হার্ড ফিলিংস)
বর্ষসেরা ড্রামা তারকা: জেনা ওর্তেগা (স্ক্রিম সিক্স)
বর্ষসেরা সিনেমা পারফরম্যান্স: আমেরিকা ফেরেরা (বার্বি)

আমেরিকা ফেরেরা (ছবি: পিপল’স চয়েস)

টেলিভিশন শাখা
বর্ষসেরা টিভি সিরিজ: গ্রে’জ অ্যানাটমি (এবিসি)
বর্ষসেরা কমেডি সিরিজ: অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (হুলু)
বর্ষসেরা ড্রামা সিরিজ: দ্য লাস্ট অব আস (এইচবিও)

টম হিডলস্টন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা সাই-ফাই/ফ্যান্টাসি সিরিজ: লকি (ডিজনি প্লাস)
বর্ষসেরা রিয়েলিটি শো: দ্য কার্ডাশিয়ানস (হুলু)
বর্ষসেরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: দ্য ভয়েস (এনবিসি)
বর্ষসেরা বিঞ্জওয়ার্দি অনুষ্ঠান: দ্য সামার আই টার্নড প্রিটি (অ্যামাজন প্রাইম ভিডিও)
বর্ষসেরা টিভি অভিনেতা: পেদ্রো পাসকাল (দ্য লাস্ট অব আস)
বর্ষসেরা টিভি অভিনেত্রী: সেলেনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
বর্ষসেরা কমেডি টিভি তারকা: জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
বর্ষসেরা ড্রামা টিভি তারকা: জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো)

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা টিভি পারফরম্যান্স: বিলি আইলিশ (সোয়ার্ম)
বর্ষসেরা রিয়েলিটি টিভি তারকা: ক্লোয়ি কার্ডাশিয়ান (দ্য কার্ডাশিয়ানস)
বর্ষসেরা রিয়েলিটি শো প্রতিযোগী: আরিয়ানা ম্যাডিক্স (ড্যান্সিং উইথ দ্য স্টারস)
বর্ষসেরা ডেটাইম টক শো: দ্য কেলি ক্লার্কসন শো
বর্ষসেরা নাইট টাইম টক শো: দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন (এনবিসি)
বর্ষসেরা সঞ্চালক: জিমি ফ্যালন (দ্যাট’স মাই জ্যাম)

আইস স্পাইস (ছবি: পিপল’স চয়েস)

সংগীত শাখা
বর্ষসেরা গায়ক: জাং কুক
বর্ষসেরা গায়িকা: টেলর সুইফট
বর্ষসেরা কান্ট্রি গায়ক: জেলি রোল

লেইনি উইলসন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা কান্ট্রি গায়িকা: লেইনি উইলসন
বর্ষসেরা লাতিন গায়ক: ব্যাড বানি
বর্ষসেরা লাতিন গায়িকা: শাকিরা
বর্ষসেরা পপ কণ্ঠশিল্পী: টেলর সুইফট
বর্ষসেরা হিপ-হপ কণ্ঠশিল্পী: নিকি মিনাজ
বর্ষসেরা আরঅ্যান্ডবি কণ্ঠশিল্পী: বিয়ন্সে
বর্ষসেরা নতুন কণ্ঠশিল্পী: আইস স্পাইস
বর্ষসেরা ব্যান্ড/জুটি: স্ট্রে কিডস
বর্ষসেরা গান: ভ্যাম্পায়ার (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা অ্যালবাম: গাটস (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা সম্মিলিত গান: বার্বি ওয়ার্ল্ড (নিকি মিনাজ, আইস স্পাইস ও অ্যাকুয়া)
বর্ষসেরা কনসার্ট ট্যুর: টেলর সুইফট: দ্য এরাস ট্যুর

সিডনি সুইনি (ছবি: পিপল’স চয়েস)

পপ সংস্কৃতি শাখা
বর্ষসেরা সোশ্যাল মিডিয়া তারকা: টেলর সুইফট
বর্ষসেরা কমেডি পারফরম্যান্স: ক্রিস রক (সিলেক্টিভ আউটরেজ)
বর্ষসেরা অ্যাথলেট: ট্রাভিস কেলস

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

গ্র্যামির লালগালিচা: ১৪ হাজার স্বর্ণের সেফটিপিনে গায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরের লালগালিচায় দামি পোশাক ও বেশভূষায় নজর কেড়েছেন গায়িকারা। তাদের জমকালো ফ্যাশন বেশ আলোচিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় মনোনীতদের পা মাড়ানোর জন্য তাঁবুর নিচে লালগালিচা রেখেছেন গ্র্যামি আয়োজকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৫ ফেব্রুয়ারি সকাল) পুরস্কার বিতরণের আগে লালগালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন অনেক গায়িকা।

আমেরিকান পপতারকা মাইলি সাইরাস পরেছেন ১৪ হাজার স্বর্ণের সেফটিপিন দিয়ে বানানো ঝলমলে গাউন। ফরাসি ফ্যাশন হাউস মেজোঁ মারজিলার মেটালিক নেটের মতো দেখতে এই পোশাক তৈরিতে লেগেছে ৬৭৫ ঘণ্টা।

মাইলি সাইরাসের সোনালি চুল ফোলাফাঁপা ঢঙে সাজানো।

 

মাইলি সাইরাস (ছবি: গ্র্যামি)

রুপালি ঝিকিমিকি গাউনে ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকা দুয়া লিপা। নিচু গলার পোশাকটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন হাউস কুরেজ। তার গলার নেকলেসটি আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির।

দুয়া লিপার গলায় দেখা গেছে আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির সুদৃশ্য নেকলেস।

দুয়া লিপা (ছবি: গ্র্যামি)

সাদা কাঁধখোলা গাউন ও কালো অপেরা হাতমোজায় আমেরিকান সুপারস্টার টেলর সুইফট। পা-চেরা পোশাকটির পেছনের অংশ বেশ লম্বা।

টেলর সুইফটের পোশাকটি ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এলসা স্কিয়াপারেল্লি।

টেলর সুইফট (ছবি: গ্র্যামি)

মসৃণ ক্রিম রঙের সিকুইন গাউন ও গাঢ় লাল লিপস্টিকে আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো।

অলিভিয়া রড্রিগোর পোশাকটি ডিজাইন করেছে ইতালিয়ান ফ্যাশন হাউস ভেরসাচি।

অলিভিয়া রড্রিগো (ছবি: গ্র্যামি)

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং কালো লেসের ফ্রকে আলো কেড়েছেন।

এলি গোল্ডিংয়ের পোশাকটি ডিজাইন করেছেন লেবানিজ ডিজাইনার জুহের মুরাদ।

আমেরিকান গায়িকা ডোজা ক্যাটের কপালে পোশাকটি তার্কিন-ব্রিটিশ ডিজাইনার দিলারা ফিন্দিকোলুর নাম লেখা। অসংখ্য উল্কি আঁকা এই গায়িকার পায়ে লাল রঙের হিল, চোখে চশমা ও মাথায় উল্টো করে পরা টুপি।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ