Connect with us

টালিউড

‘শনিবার বিকেল’কে সেন্সর ছাড়পত্র দিতে ডিরেক্টরস গিল্ডের দাবি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ তিন বছরের বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে থাকায় প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। পাশাপাশি বর্তমান সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ (২৮ আগস্ট) গিল্ডের কার্যনির্বাহী পরিষদের দেওয়া বিবৃতিতে বলা হয়, “বাংলা সিনেমা উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য ‘শনিবার বিকেল’-এর সেন্সর ছাড়পত্র না দেওয়ার ঘটনা মুক্তচিন্তার জন্য সবচেয়ে বড় বাধা। সেন্সর বোর্ড এই সিনেমাটিকে কেনো সেন্সর ছাড়পত্র দিচ্ছে না তা পরিষ্কার নয়।”

ডিরেক্টরস গিল্ড নেতারা মনে করেন, ‘প্রায় ধ্বংস হতে যাওয়া সিনেমা ইন্ডাস্ট্রিকে যে কয়েকজন পরিচালক এখনো আশার আলো দেখাচ্ছেন, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সিনেমাকে বিশেষভাবে পরিচয় করাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম। তার প্রায় সব সিনেমা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে গুরুত্বের সঙ্গে প্রদর্শন করা হয়। অনেক সিনেমা পুরস্কৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের।’

‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার

‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)

২০১৯ সালে ‘শনিবার বিকেল’ মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪১তম আসরে রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমেরসান্ত পুরস্কারসহ আরো অনেক ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়। এছাড়া বুসান ও সিডনিসহ আরো অনেক ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় সিনেমাটি।

ডিরেক্টরস গিল্ড নেতাদের দাবি, “বাংলাদেশেও আমরা ‘শনিবার বিকেল’ দেখতে চাই।”

২০১৯ সালে সেন্সর বোর্ডের সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এখনো আটকে আছে ‘শনিবার বিকেল’। অথচ সেন্সর বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছিলেন। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালে সমালোচক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছে এই সিনেমা। এছাড়া মিউনিখ, সিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এটি। দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হতে পারে এমন আশঙ্কায় সিনেমাটির মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি এখন আপিল বিভাগে রয়েছে।

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের অভিনয়শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক প্রমুখ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ