Connect with us

ঢালিউড

শাকিবের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন কী?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

দীর্ঘ নয় মাস পর গতকাল (১৭ আগস্ট) সকালে দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে ভক্তদের উন্মাদনা অবাক করেছে তাকে। তার সঙ্গে হাত মেলাতে ও সেলফি তুলতে শাকিবিয়ানদের মাঝে হইচই পড়ে যায়। সবার মুখে তখন ছিলো শাকিব-বন্দনা। অনেকে ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

আজ (১৮ আগস্ট) শাকিবয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনপ্রিয় এই তারকা বলেন, ‘তোমরা আমার কাছে আরেকটি পরিবার। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে ভালোবাসা তোমরা দেখালে; নিশ্চয়ই তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা-কৃতজ্ঞতা তোমাদের প্রতি। এই ভালোবাসার প্রতিদান আমি আমার কাজ দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ।’

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

সোশ্যাল মিডিয়ায় শাকিব আরও লিখেছেন, ‘জীবন তখনই সার্থক হয় যখন জীবনের চেয়ে ভালোবাসা বড় হয়। সবার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে মনে হয়েছে – জীবন এত ছোট কেন? ধন্যবাদ আমার সকল সংবাদকর্মী ভাইবোনদের। এতদিন পর আবার আপনাদের সামনে পেয়ে ভীষণ ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

শাকিব খান

মা-বাবার মাঝে শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

মা-বাবার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাকিব ক্যাপশন দিয়েছেন, ‘যেকোনও কিছুর চেয়ে আমার মা-বাবাকে বেশি ভালোবাসি।’

গত জুনে আমেরিকায় গ্রিনকার্ড হাতে পান শাকিব। দেশে ফিরে তিনি উল্লেখ করেন, সামনে একটার পর একটা সুখবর দেবেন। সেসব জানতে পারলে ভক্তরা অনেক আনন্দিত হবে বলে আশা তার।

জানা গেছে, কয়েকদিনের মধ্যে শবনম বুবলিকে নিয়ে ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের শুটিং করবেন শাকিব।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ