Connect with us

ছবি ও কথা

র‍্যাম্পে শাকিবের নায়িকা সোনাল চৌহান, বলিউডের আরো যারা ছিলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভারতের মুম্বাইয়ে হয়ে গেলো দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’। জমকালো র‍্যাম্পে হেঁটে আলো কেড়েছেন বলিউড অভিনেত্রীরা। ভারতীয় ডিজাইনারদের নজরকাড়া পোশাকে শো-স্টপার হয়েছেন তারা। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে মন জয় করে নেওয়া অভিনেত্রীদের একঝলকে দেখে নিন।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমার নায়িকা সোনাল চৌহান পরেছেন লম্বা গলার জ্যাকেটের মতো টপের সঙ্গে প্রিন্টের শারারা।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের পোশাকটি ডিজাইন করেছেন সেজাল কামদার। ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিনে রানওয়েতে দেখা গেছে তাদের।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও শেষ দিন ফ্যাশন ব্র্যান্ড কালকির মেরুন মারমেইড স্কার্ট ও কাঁধখোলা সিল্কের ব্লাউজে জানবি কাপুর।

কিছুদিন আগে দুর্ঘটনায় পড়ে সারা আলী খানের পেটের একাংশে ক্ষত হয়েছে। পোড়া দাগ না লুকিয়ে র‍্যাম্পে হেঁটে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন বরুণ চাক্কিলামের ডিজাইন করা রুপালি লেহেঙ্গা ও স্লিভলেস ব্লাউজ পরেছেন সারা আলি খান। এর সঙ্গে কানে ছিলো লম্বা রুপালি দুল।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন মারমেইড কাটের বডিকন গাউনে তাপসী পান্নু। এটি ডিজাইন করেছেন গৌরি ও নয়নিকা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন ভারতের জুতা ও পোশাকের ব্র্যান্ড স্কেচার্সের শো-স্টপার হন কৃতি স্যানন।

কৃতি স্যানন স্কেচার্সের ব্র্যান্ডের রেট্রোভার্স কালেকশনের বহুরঙের বডিকন ড্রেস ও নীল স্নিকার পরে র‍্যাম্পে হেঁটেছেন।

ল্যাকমে ফ্যাশন উইকে চতুর্থ দিন শান্তনু ও নিখিলের ডিজাইনে মেঝেছোঁয়া রুপালি স্কার্টে তৃপ্তি দিমরি। এর সঙ্গে ছিলো স্লিভলেস কালো টপ, হাতমোজা ও স্টাইলিশ বেল্ট।

ল্যাকমে গ্র্যান্ড ফিনালেতে কাঁধখোলা কালো পাপড়ির পোশাক ও লেদারের বুটে অনন্যা পাণ্ডে।

ডিজাইনার রাহুল মিশ্রর শো-স্টপার হয়েছেন অনন্যা পাণ্ডে।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে সাক্ষী ভাটির ডিজাইন করা বেগুনি লেহেঙ্গায় ফাতিমা সানা শেখ।

ডিজাইনার রিতিকা মিরচান্দানির পা-খোলা স্কার্ট ও সাদা টপে রাকুল প্রীত সিং।

অরবিন্দ আমপুলার ডিজাইন করা ভিকা কালেকশন থেকে লেহেঙ্গা স্কার্ট ও উঁচুগলার ব্লাউজে শ্রুতি হাসান।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও সমাপনী দিনে রানা গিলের ডিজাইন করা কালো ফুলেল ব্লেজারে মাধুরী দীক্ষিত।

চারু ও বসুন্ধরার ডিজাইন করা ‘ওয়ান ইনফিনিট’ কালেকশন থেকে রুপালি লেহেঙ্গা ও কাঁচখচিত স্লিভলেস ব্লাউজ পরেছেন ডায়ানা পেন্টি।

‘টুয়েলভথ ফেল’ তারকা মেধা শংকরের অভিষেক হলো ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। ডিজাইনার জুটি পরশ ও শালিনীর শো-স্টপার হয়েছেন তিনি। ‘এলেমেন্টাল সিম্ফনি’ শীর্ষক তাদের নতুন কালেকশন থেকে সিলভার শিয়ার মেটালিক ড্রেস পরেছেন মেধা।

রাজকীয় সাজে দিয়া মির্জা পোশাকের ব্র্যান্ড ইনকা’র শো-স্টপার হয়েছেন। তিনি পরেছেন কালো-রুপালি লম্বা শার্ট ড্রেস। এর পেছনের লম্বা অংশ নজরকাড়া। অলঙ্কার হিসেবে তার গলায় দেখা গেছে বড় পাথরের নেকলেস।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন আনুশকা রেড্ডির ডিজাইনে সোনালি ফুলেল কারুকাজের প্যাস্টেল লেহেঙ্গায় মালাইকা অরোরা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন কালকি কোয়েচলিন ভারতীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আইকেয়াহ’র শো-স্টপার হয়েছেন। তিনি পরেছেন ধুতি-ঢঙের গোলাপের মোটিফ দেওয়া লম্বা কুঁচির রুপালি স্কার্ট ও সোনালি ব্লাউজ। এর সূক্ষ্ম ডিজাইনের গ্লিটার দেওয়া কলার আকর্ষণীয়। তার হাতে স্বর্ণের একাধিক বালা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন ডিজাইনার অনামিকা খান্নার শো-স্টপার হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি পরেছেন সাদা হাই লো-কাটের শার্ট। এতে রয়েছে পুঁতি ও কয়েনের এম্বেলিশমেন্ট। পায়ে দিয়েছেন কালো বিডস বসানো হাঁটু অবধি বুট। এছাড়া আছে স্বর্ণের অলঙ্কার।

সোনালি ও কালো রঙের লেহেঙ্গায় মোহনীয় দিব্যা খোসলা কুমার।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন রাজদীপ রানাওয়াতের শো-স্টপার হয়েছেন দিব্যা খোসলা কুমার।

ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিন ডিজাইনার সোহায়া মিশ্রর চোলা কালেকশনের রুপালি কুর্তা ও ধূসর পালাজ্জোতে কঙ্কনা সেন শর্মা।

ডিজাইনার সোহায়া মিশ্রর চোলা কালেকশনের সাদা শার্ট, কালো কোটি ও কালো ব্যাগি প্যান্ট পরেছেন নেহা ধুপিয়া। এর সঙ্গে তিনি পায়ে দিয়েছেন কালো বুট।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিন দীক্ষা খান্নার ডিজাইন করা পোশাকে শেহনাজ গিল।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিন নির্মূহের ডিজাইন করা পোশাকে অদিতি রাও হায়দারি।

ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিন উর্বশী কৌরের ডিজাইন করা নীল-সাদা স্ট্রাইপের পোশাকে রত্না পাঠক শাহ।

উর্বশী কৌরের ডিজাইন করা শাড়ি দিয়ে বানানো জরির লাল পোশাকে তিলোত্তমা সোম।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন র‍্যাম্পে কারিশমা তান্না।

সিনেমাওয়ালা প্রচ্ছদ