ঢালিউড
শাকিবের সঙ্গে দেখা দিলেন ইধিকা পাল
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকার তালিকায় যুক্ত হলো কলকাতার মেয়ে ইধিকা পালের নাম। ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যাবে তাদের রসায়ন। এর তিনটি পোস্টার, টিজার এবং একটি গান প্রকাশিত হলেও নায়িকাকে দেখা যায়নি কোথাও। অবশেষে নায়কের পাশে দেখা দিলেন তিনি।
শাকিব ও ইধিকা দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। শাকিব বলেন, “ঈদ মোবারক। এবারের ঈদে সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। অ্যাকশন, প্রেম ও বিনোদনে ভরপুর সিনেমা এটি।”
‘প্রিয়তমা’ সিনেমার পোস্টার শেয়ার দিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি শাকিব, “আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সমর্থন দিয়েছেন, এজন্য আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশি, বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। আপনাদের সবাইকে এবারের ঈদে সিনেমাহলে গিয়ে ‘প্রিয়তমা’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ হোক ‘প্রিয়তমা’র সঙ্গে।”
ভিডিও বার্তায় ইধিকা পাল বলেন, “ঈদ মোবারক। ইতোমধ্যে আপনারা ‘প্রিয়তমা’ সিনেমার লুক, টিজার ও গান দারুণভাবে গ্রহণ করেছেন। আপনাদের ভালোবাসার জন্য ‘প্রিয়তমা’র সবকিছু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছে।”
ইধিকা পাল ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাকে।
ইধিকা পালের আশা, “সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। সিনেমাটি উপভোগ করতে সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং আপনার প্রিয়তমাকে।”
গত ২০ জুন ‘প্রিয়তমা’র পোস্টারে বয়সের ভারে নুব্জ হয়ে পড়া বৃদ্ধের সাজে দেখা যায় শাকিবকে। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র আগের দুটি পোস্টারও প্রশংসিত হয়। এরমধ্যে প্রথমটিতে ঝুঁটি বাঁধা লম্বা চুল ও গালভর্তি দাড়ি নিয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় শাকিবকে। পরের পোস্টারে সানগ্লাস চোখে গালে খোঁচা খোঁচা দাড়িতে তার পৌরুষদীপ্ত আমেজ পাওয়া গেছে।
গত ১৭ জুন প্রকাশিত হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। এতে দেখা যায়, লম্বা চুলে সানগ্লাস চোখে রুমালে মুখ ঢেকে এগিয়ে আসছেন শাকিব। গায়ে জিন্স জ্যাকেট। ধীরে ধীরে রুমাল সরিয়ে নেন তিনি। গালে খোঁচা খোঁচা দাড়ি। এরপর একটি চাকু ছুড়ে মারেন।
হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।
‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। ঈদুল আজহায় এটি পরিবেশনার দায়িত্ব পালন করবে দি অভি কথাচিত্র।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস