ঢালিউড
বড় ছেলের স্কুলেই ছোট ছেলেকে ভর্তি করালেন শাকিব

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হলো। রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তান লেখাপড়া করবে। আজ (৭ সেপ্টেম্বর) স্কুলে নিজের প্রথম দিনে মায়ের পাশাপাশি বাবাকেও পেয়েছে সে। তখন তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুবলী। এগুলো অনেকে শেয়ার দিয়েছেন।
বুবলী ফেসবুকে লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

শবনম বুবলী, শাকিব খান ও শেহজাদ খান বীর (ছবি: ফেসবুক)

শবনম বুবলী, শাকিব খান ও শেহজাদ খান বীর (ছবি: ফেসবুক)

শবনম বুবলী, শাকিব খান ও শেহজাদ খান বীর (ছবি: ফেসবুক)
এরপর বীরকে উদ্দেশ করে বুবলী বলেন, ‘এখনো মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা-পা করে আস্তে আস্তে বড় হচ্ছো। আজ থেকে তুমি স্কুলে পড়ো। তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!’
সবশেষে বুবলী প্রার্থনা করেছেন, ‘সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)
চমকপ্রদ ব্যাপার হলো, শাকিবের বড় ছেলে আব্রাম খান জয় একই স্কুলে পড়ে। বীরের ভর্তি এবং বুবলীর সঙ্গে শাকিবের ছবিগুলো নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি জয়ের মা অপু বিশ্বাস।

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)
২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তাদের ঘরে বীর জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ।

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)
শাকিব ও বুবলীকে একসঙ্গে দেখা ইদানীং বিশেষ ঘটনা। গুঞ্জন রয়েছে, বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে আনাকে কেন্দ্র করে বুবলীর সঙ্গে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নেন শাকিব।

শাকিব খানের কোলে আব্রাম খান জয়, পাশে অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)
অপু বিশ্বাসের সঙ্গে ২০১৮ সালে শাকিবের বিয়েবিচ্ছেদ হয়। তবে সম্প্রতি আমেরিকায় ছেলে জয়কে নিয়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। ফলে শাকিব-অপুর আবার একত্র হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস