ওটিটি
শুটিং-ডাবিং-উৎসব শেষে ফারুকী ও তিশার নতুন দৃশ্য সংযোজন!
দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ৯ অক্টোবর। তার আগে স্বাভাবিকভাবেই শুটিং ও ডাবিং শেষ। এবার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এটি। কিন্তু সিনেমায় নতুন একটি দৃশ্য সংযোজনের পরিকল্পনা করলেন ফারুকী।
গতকাল (২৬ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের কাজ করেছি। সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং ইতোমধ্যে হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা দৃশ্য এসেছে। সেই দৃশ্যের কাজ করছি। কপাল!’
শুটিংয়ের ফাঁকে ধারণকৃত ভিডিওটি রসিকতার সুরে তিশা বলা কথাগুলোর পর দেখা যায়, ফারুকী হেডফোন কানে নতুন দৃশ্যটি মোবাইল ফোনে দেখে পরখ করছেন। এর ফাঁকে তাকে ‘মোস্তফা’ বলে ডাকেন তিশা। ফারুকীও মজার ভঙ্গিতে মুখ ঘোরানো ও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক তখন তোলা একটি স্থিরচিত্র গত ২৫ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘সিনেমাটি নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। অকস্মাৎ স্বপ্নে হানা দিলো একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিলো। ছবির একদম শেষ দৃশ্য হবে এটি। যে দৃশ্য শুধু ওটিটিতেই দেখা যাবে। আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম, যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’
এদিকে মুম্বাই উৎসবে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রদর্শনীতে অংশ নিতে গতকাল সকালে মেয়ে ইলহামকে নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন ফারুকী-তিশা দম্পতি। তখন তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন ফারুকী। বুসান উৎসবেও মেয়েকে নিয়ে অংশ নেন তারা। বুসানে জিসোক শাখায় প্রতিযোগিতা করেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। কমপক্ষে তিনটি সিনেমা নির্মাণের অভিজ্ঞতা থাকা এশিয়ার প্রতিষ্ঠিত ফিল্মমেকারদের কাজ জায়গা পায় এতে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ফারুকী সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, দর্শকরা যেন শিগগিরই দেখতে পারে, সেজন্য কয়েকদিনের মধ্যে চরকিকে সিনেমাটি হস্তান্তর করা হবে।
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বাস্তব জীবনের প্রেমের গল্প অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এতে প্রথমবার অভিনয় করেছেন ফারুকী। তাকে দেখা যাবে নির্মাতা ফারহান চরিত্রে। সিনেমাটির প্রধান নারী চরিত্র অভিনেত্রী তিথির ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। ফারুকীর সঙ্গে মিলে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি।
গল্পে দেখা যাবে, বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ায় সন্তান নিতে সামাজিক চাপে পড়ে ঢাকায় বসবাসরত ফিল্মমেকার ফারহান ও অভিনেত্রী তিথি। একপর্যায়ে তিথির গর্ভে সন্তান আসে। কিন্তু তার গর্ভাবস্থার শেষ দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন, রিফাত চৌধুরীসহ অনেকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস