Connect with us

টেলিভিশন

ঈদে শুধু ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’তেই মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

ঈদুল আজহা উপলক্ষে শুধু একটি মাত্র কাজ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটি হলো বহুল প্রতীক্ষিত ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। এর মাধ্যমে প্রায় একবছর পর উত্তরায় কোনো নাটকের শুটিং করেছেন তিনি। এতে একইসঙ্গে নীল হক ও রোকেয়া চরিত্রে দেখা যাবে তাকে।

গতকাল (২৪ জুন) ইউটিউবে চ্যানেল আই প্রাইমে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ রয়েছে ‘পুনর্জন্ম’ সিরিজের শেষ পর্ব এটি। ফলে কীভাবে গল্পটা শেষ হবে, দর্শকদের সেই কৌতূহলের অবসান হতে যাচ্ছে এবার।

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’তে রাফসান হক চরিত্রে অভিনয় করেছেন যথারীতি জনপ্রিয় তারকা আফরান নিশো। ট্রেলারের শুরুতে তার কণ্ঠে এমন সংলাপ শোনা গেছে, ‘আপনি কখনোই আপনার স্ত্রীকে হত্যা করবেন না। কখনোই না। কারণ আপনি যতোই সাবধানতা অবলম্বন করুন না কেনো, ধরা আপনাকে পড়তেই হবে।’

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তিনিই ‘পুনর্জন্ম’র আগের তিনটি পর্ব এবং ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’ বানিয়েছেন। সবক’টিই দর্শকমহলে সাড়া জাগিয়েছে।

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’র পোস্টার (ছবি: চ্যানেল আই)

‘পুনর্জন্ম ৩’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। গল্পে রাফসান হককে আটকে রেখে তার সমস্ত সম্পত্তি দখলের ফন্দি আঁটছে নুরু। এদিকে কামালকে আটক করে রাফসানকে হাতেনাতে ধরার পরিকল্পনা সাজান হারুন। কিন্তু রাফসান নিরুদ্দেশ। এদিকে কান হারিয়ে রোকেয়ার প্রতিশোধের আগুন কয়েক গুণ বেড়ে যায়। কামাল আটকে লাবণীর পরিণতি জানার চেষ্টা করছে মঞ্জু। জেলখানায় বর্ষা পুরোপুরি নিশ্চুপ হয়ে আছে। রাফসানের রহস্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। চারদিকে এতো শত্রু নিয়ে রাফসান কীভাবে বাঁচবেন? রাফসানের খেলা কি তাহলে শেষ? ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দেখলে দর্শকরা পেয়েছে যাবেন সেই উত্তর।

নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, খায়রুল বাসার, আব্দুল্লাহ আল সেন্টু, মুকুল সিরাজ এবং রুকাইয়া জাহান চমক। ঈদের পরদিন চ্যানেল আইয়ে দুই অংশে দেখা যাবে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। প্রথম অংশ রাত ৭টা ৫০ মিনিটে এবং একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

২০২১ সালের জুলাইয়ে চ্যানেল আইয়ে প্রচারিত হয় ‘পুনর্জন্ম’। এটি ব্যাপক আলোচিত হওয়ায় একই বছরের অক্টোবরে দর্শকরা পেয়েছে ‘পুনর্জন্ম ২’। গত বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেখানো হয় ‘পুনর্জন্ম ৩’। মাঝে ২০২২ সালের আগস্টে মুক্তি পায় ‘পুনর্জন্ম’র স্পিন-অফ ‘শুক্লপক্ষ’।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

এদিকে সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কি তুমি’ নামের সাত পর্বের নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন মেহজাবীন চৌধুরী। এতে তিথি চরিত্রে দেখা যাবে তাকে। তিথির জীবনকে কেন্দ্র করে এর গল্প।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ