Connect with us

টালিউড

সব সামলাতে সামলাতে নারীরা শহীদ হয়ে যাবে: মিথিলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: ইনস্টাগ্রাম)

মডেল-অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা নারী দিবসের একটি প্রচারণার কঠোর সমালোচনা করেছেন। গ্রামীণফোনের এই প্রচারণায় পটের বিবির উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌসের ছবিতে লেখা রয়েছে, ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই।’ মিথিলার চোখে, নারী দিবসে এটি ভুল প্রচারণা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ (৬ মার্চ) এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

মিথিলা লিখেছেন, “আজ পর্যন্ত ব্যবসা/চাকরি সামলাই, ঘরও সামলাই লেখা ক্যাপশনসহ কোনো পুরুষের ছবি দেখিনি। কারণ অবশ্যই ‘ঘর-সংসার’ নারীর দায়িত্ব। এখন ২০২৩ সাল, আমরা এখনো নারীদের ওপর বৈষম্য ও তিন গুণ বোঝার গুনগান করছি।”

রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: ইনস্টাগ্রাম)

মিথিলার মন্তব্য, ‘এভাবে কামলা-বান্দি হয়ে সব সামলাতে সামলাতে নারীরা শহীদ হয়ে যাবে। তাতে যদিও কারো কিছু যাবে-আসবে না। কারণ এমনই তো হওয়ার কথা, তাই না? নারী দিবস একটি প্রহসন মাত্র।’

ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ৫০০ বারের বেশি। এতে সবশেষে ফোয়ারা ফেরদৌস প্রসঙ্গে মিথিলা বলেন, ‘তাকে আমার ভালো লাগে। আমি পটের বিবির ভক্ত।’

মিথিলার স্ট্যাটাসে অভিনেত্রী রোজী সিদ্দিক মন্তব্য করেছেন, ‘মনের বোধের পরিবর্তন পুরুষদের কখনো হবে? হে পুরুষ আপনারা নারীকে নাম দিয়েছেন মহিলা, কারণ মহলে আটকে রেখেছেন তাকে। দয়া করে মানুষ হয়ে উঠুন। মানুষ ভাবতে শিখুন।’

রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে মিথিলার হাতে এখন আছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি হলো ‘সিন্ডিকেট’ সিরিজের স্পিন-অফ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ