বলিউড
সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় শাহরুখ

শাহরুখ খান (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)
বলিউডের ‘পাঠান’ শাহরুখ খানের ভক্ত বিশ্বব্যাপী নিঃসন্দেহে যে কারও চেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধার চোখে দেখে এবং মূল্যায়ন করে। বরাবরই অভিনয় দক্ষতা, পর্দায় বাদশার মতো উপস্থিতি ও বিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন ৫৭ বছর বয়সী এই সুপারস্টার। তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।
সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পী তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ। এটি তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম শীর্ষস্থানীয় ম্যাগাজিন এম্পায়ার। তাদের দৃষ্টিতে, শাহরুখের স্মরণীয় চরিত্র দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) এবং মোহন ভারগাবা (স্বদেশ)। তার স্মরণীয় সংলাপ হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘জব তাক হ্যায় জান’ সিনেমার ‘জীবন প্রতিদিন আমাদের তিলে তিলে মেরে ফেলে। আর একটি বোমা শুধু একবারই প্রাণ কেড়ে নেয়।’

শাহরুখ খান (ছবি: রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল)
সেরা ৫০ অভিনেতার তালিকা তৈরির জন্য পাঠকদের ভোট নিয়েছে এম্পায়ার। ম্যাগাজিনটির ২০২৩ সালের ফেব্রুয়ারি সংখ্যায় এটি প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদে আছেন অভিনেতা নিকোলাস কেজ।
সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় অন্যদের মধ্যে উল্লেখযোগ্য টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হ্যাঙ্কস, ডেনজেল ওয়াশিংটন, ওয়াকিন ফিনিক্স, হিথ লেজার, রবার্ট ডি নিরো, মার্লন ব্র্যান্ডো, আল পাচিনো, মেরিল স্ট্রিপ, কেট উইন্সলেট, পেনেলোপি ক্রুজ, নিকোল কিডম্যান, মেরিলিন মনরো, কেট ব্ল্যানচেট প্রমুখ।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)
এদিকে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরছেন শাহরুখ খান। এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ইতোমধ্যে ‘পাঠান’-এর ‘বেশরম রঙ’ গান ঝড় তুলেছে। ইতোমধ্যে এর ভিউ ১০ কোটি ছাড়িয়ে গেছে। আগামী ২২ ডিসেম্বর প্রকাশিত হবে এই সিনেমার আরেক গান ‘ঝুমে জো পাঠান’। এতেও তার সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের রসায়ন থাকছে। সবশেষ ২০১৪ সালে ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। প্রায় ৯ বছর পর আবার জুটি বেঁধেছেন তারা।
100M+ views and we are just getting started 💃🏽 Groove to the beats of #BesharamRang song now! https://t.co/vI9U0qxLVF
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/DDApneiKMF
— Yash Raj Films (@yrf) December 17, 2022
যশরাজ ফিল্মসের প্রযোজনা ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার খলনায়ক জন অ্যাব্রাহাম।
একদিকে ভক্ত ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে সমালোচনা হজম করতে হচ্ছে শাহরুখ-দীপিকাকে। গানে দীপিকা কমলা রঙা মনোকিনি পরে শাহরুখের সঙ্গে নেচেছেন বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ হিন্দু ধর্মে এই রঙকে পবিত্র মনে করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সিনেমাটির প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মুম্বাইয়ের সাকিনাকা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘আপত্তিকর’ অংশ সংশোধন না আনা পর্যন্ত ‘পাঠান’ সিনেমার মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে অভিযোগে।
মন্ত্রী, রাজনীতিবিদ, হিন্দু সংগঠনের নেতা, পুরোহিতসহ অনেকে ‘বেশরম রঙ’ নিয়ে আপত্তি তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে ভারতের জাবালপুরে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখের আরেক নতুন সিনেমা ‘ডাংকি’র শুটিংয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস