বলিউড
সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

বিয়ের বন্ধনে জড়ালেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় মুম্বাইয়ে বাস্তু আবাসনের ব্যাঙ্কুয়েট মিলনায়তনে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। বরের পারিবারিক রীতি অনুযায়ী পাঞ্জাবি রীতিতে ঘরোয়া পরিসরে গাঁটছড়া বাঁধলেন তারা। এ সময় ছিলেন দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।
রণবীর-আলিয়া দুই জনের বিয়ের পোশাকে রয়েছে সোনালি ও সাদা রঙের সম্মিলন। আশা করা হচ্ছে, বিভিন্ন আচার-অনুষ্ঠান শেষ করে সন্ধ্যা ৭টার পর নবদম্পতি হিসেবে প্রথমবার পাপারাজ্জিদের সামনে আসবেন তারা। এরপর বর-কনে সিদ্ধিবিনায়েক মন্দিরে গিয়ে লর্ড গনেশার আশীর্বাদ নেবেন।

সাইফ আলি খান ও কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
বিয়ের অতিথি
রণবীর-আলিয়ার বিয়ের অতিথি সংখ্যা ৫০ ভাবা হলেও তা ছাড়িয়ে গেছে। তাদের দুই জোড়া হাত এক হওয়ার সময় প্রায় ১০০ জন অতিথি ছিলেন। রণবীরের আত্মীয়দের মধ্যে ছিলেন চাচাত বোন কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলি খান এবং তাদের দুই ছেলে তৈমুর ও জেহ, কারিশমা কাপুর ও তার স্বামী ভারত সাহানি এবং তাদের মেয়ে সামারা, শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবী, শশী কাপুরের ছেলে কুনাল কাপুর, চাচা রণধীর কাপুর ও চাচি ববিতা, ফুফু রিমা জৈন, ফুফাত ভাই আরমান জৈন ও তার স্ত্রী আনিসা মালহোত্রা জৈন, আদার জৈন, ফুফাত বোন নিতাশা নন্দা, ফুফাতো ভাই নিখিল নন্দ ও তার স্ত্রী শ্বেতা নন্দা বচ্চন (অমিতাভ বচ্চনের মেয়ে) এবং মেয়ে নব্যা নন্দা।
আলিয়ার স্বজনদের মধ্যে ছিলেন বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান, বোন পূজা ভাট, শাহীন ভাট, ভাই রাহুল ভাট, ঘনিষ্ঠ বন্ধু আনুশকা রঞ্জন, আকাংশা রঞ্জন। আলিয়ার নানা এন রাজদান এসেছেন হুইলচেয়ারে।
তারকাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর, জোয়া আখতার, লুভ রঞ্জন, রণবীর-আলিয়ার ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার পরিচালক আয়ান মুখার্জি, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা ও মাসাবা গুপ্ত। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর তার স্ত্রী শ্লোকাও ছিলেন অতিথি। তাদের সঙ্গে বাস্তু আবাসনে নিরাপত্তাজনিত কারণে এসেছিল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।

‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার গানে আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
বিয়ের খাবারের মেন্যু
ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাঞ্জাবি নানান পদ থাকছে বিয়ের খাবারে। এরমধ্যে উল্লেখযোগ্য তন্দুরি চিকেন, ডাল মাখানি, পনির টিক্কা, চটপটি, মাটন, ভাত। দিল্লি থেকে আনা হয়েছে শেফ। আলিয়ার জন্য ভেজিটেবল বার্গারের একটি বিশেষ স্টল রাখা হবে। ভারতীয় সুস্বাদু খাবারের পাশাপাশি বিয়েতে একটি সুশি স্টেশনও থাকবে। কারণ রণবীর সুশির ভক্ত।
বিয়ের ভেন্যুতে কড়া নিরাপত্তা
আলিয়ার নিরাপত্তা ইনচার্জ ইউসুফ ইব্রাহিম জানান, রণবীরের বাস্তু আবাসনে চার-পাঁচদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে বলা হয়েছে। বিয়ের পরপর বাড়ির বাইরে গত কয়েকদিন ধরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের মধ্যে মিষ্টির বাক্স দেওয়া হয়েছে। তবে সংবাদকর্মীদের ভিড়ভাট্টা নিয়ে অভিযোগ তুলেছে প্রতিবেশীরা।
বিয়ের আগে ছিল গায়ে হলুদ। বুধবার (১৩ এপ্রিল) আলিয়ার হাত মেহেদিতে রাঙানো হয়। এতে রণবীরের নামের প্রথম অক্ষর ‘আর’ এবং তার সৌভাগ্যের সংখ্যা ‘এইট’ এঁকে দিয়েছেন চেম্বুরের মেহেদি শিল্পী জ্যোতি চেড়া। মেহেদির পর সংগীতানুষ্ঠানে ঋষি কাপুর ও নিতু কাপুর অভিনীত জনপ্রিয় গানের তালে নেচেছেন রণবীর ও আলিয়া।

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)
ওটিটিতে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন?
বলিউড লাইফের তথ্যানুযায়ী, আগামী মাসে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন। অনুষ্ঠানটির স্বত্ব ৯০-১১০ কোটি রুপি। যদিও এর কোনও সত্যতা পাওয়া যায়নি।
যেখানে মধুচন্দ্রিমা
রণবীর-আলিয়া মধুচন্দ্রিমা উদযাপন করবেন কোথায়? শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড কিংবা দুবাইয়ে যাবেন তারা। কারণ রণবীরের সেলিব্রিটি ফুটবল দল অল স্টারস ফুটবল ক্লাব শাবাব আল-আহলি স্টেডিয়ামে এমিরেটস ইউনাইটেডের মুখোমুখি হবে। এজন্য ৬ মে সংযুক্ত আরব আমিরাত যাবেন রণবীর। এর দুই দিন পর তার সঙ্গে যোগ দেবেন আলিয়া। আগামী ১৫ মে পর্যন্ত তাদের সেখানে থাকার কথা রয়েছে। তবে তার আগে হিমাচলে ‘অ্যানিমেল’ সিনেমার কাজ করতে যাবেন বর। আর কনে শেষ করবেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং।

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)
যেভাবে প্রেমের শুরু
২০১৮ সালে আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন রণবীর-আলিয়া। এটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।
২০২০ সালে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা নিশ্চিত করে ভক্তদের চমকে দেন রণবীর। তিনি জানান, করোনা মহামারি না হলে ততদিনে বিয়ে করে ফেলতেন তারা। ২০২০ সালেই মুম্বাইয়ে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের সংবর্ধনায় প্রথমবার একসঙ্গে জনসমক্ষে হাজির হন তারা। সেখানে তোলা একটি ছবি আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেন।
২০১৪ সালে লেখক নিরঞ্জন আয়াঙ্গারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া স্বীকার করেন, রণবীর তার অনেকদিনের ক্রাশ। তিনি জানান, ১১ বছর বয়সে পরিচালক সঞ্জয়লীলা বানসালির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে রণবীরকে প্রথমবার দেখেছিলেন। তখন বানসালির সহকারী পরিচালক ছিলেন রণবীর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস