Connect with us

ছবি ও কথা

সাদা শাড়িতে ঘুম কেড়েছেন মিম!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। নতুন নতুন স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। এবার সাদা শাড়িতে ঘুম কেড়েছেন নায়িকা! নতুন ছবিগুলোতে তাকে বেশ আবেদনময়ী লেগেছে। তার সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। ছবিগুলো তুলেছে বনের দিঘি নামের একটি প্রতিষ্ঠান। 

সাদা পরী, সাদা প্রজাপতি, চমৎকার, সুন্দরী, ঝলমলে, আকর্ষণীয়– মিমের নতুন ছবিগুলো দেখে এসব বিশেষণ বেশি দিয়েছেন ভক্তরা।

দেশি পণ্য কুশি করা ব্লাউজ উপস্থাপন করায় মিমের প্রশংসা করেছেন নারীরা।

এক ভক্ত লিখেছেন, ‘শাড়িতে খুব সুন্দর লাগছে।’ অন্য একজনের মন্তব্য, ‘আপনার জীবনের সেরা ছবি।’ আরেকজনের চোখে, ‘আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী।’

বলিউড অভিনেত্রীদের সঙ্গে মিমের তুলনা করেছেন অনেক ভক্ত। এ তালিকায় আছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, মৌনি রয়, নোরা ফাতেহির নাম।

মিমের ছবিগুলো অনেকের মনে হয়েছে ‘আগুন’! এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘উত্তেজনাকর সৌন্দর্য।’ আরেকজনের দৃষ্টিতে, ‘ক্রাশ খাওয়ার মতো ছবি।’ অনেকে মন্তব্য করেছেন, ‘শীতে উষ্ণতা ছড়িয়েছেন মিম!’ অন্য একজন বলেছেন, ‘ঘুম উড়িয়ে দিয়েছেন!’

বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘মানুষ’ মুক্তি পেয়েছে গত ২৪ নভেম্বর। এতে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মন্দিরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী ওপার বাংলার সুপারস্টার জিৎ। ‘মানুষ’ পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। এটাই তার প্রথম সিনেমা। তিনিই এর গল্প লিখেছেন। যৌথ প্রযোজনা ছাড়া ভারতীয় সিনেমায় বাংলাদেশের নির্মাতা ও অভিনেত্রীর কাজ করার ঘটনা ব্যতিক্রম।

বিদ্যা সিনহা মিমের হাতে এখন আছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’। এতে পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে। শহীদুল্লাহ কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ