Connect with us

ঢালিউড

সিনেমাহলে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘যন্ত্রণা’ সিনেমার জুটি আদর আজাদ ও মানসী প্রকৃতি (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক আদর আজাদের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে দুটিতে শবনম বুবলী (তালাশ, লোকাল) ও দুটিতে মাহিয়া মাহির (লাইভ, যাও পাখি বলো তারে) বিপরীতে দেখা গেছে তাকে। এবার আরেক নায়িকা মানসী প্রকৃতির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তাদের অভিনীত ‘যন্ত্রণা’ মুক্তি পেলো আজ (১০ নভেম্বর)। ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দুইজনই আশাবাদী।

‘যন্ত্রণা’ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘ভালোবাসার গল্পটিতে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সাজানো হয়েছে সব। সিনেমাটির মাধ্যমে মানসী ও আমি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আমাদের আশা, সিনেমাটি দেখলে দর্শকদের ভালো লাগবে।’

‘যন্ত্রণা’ সিনেমার জুটি আদর আজাদ ও মানসী প্রকৃতি (ছবি: ফেসবুক)

মানসী প্রকৃতির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘যন্ত্রণা’ হবে এই তালিকায় চতুর্থ। এতে তার চরিত্রের নাম পুষ্প। তিনি বলেন, ‘সিনেমাটির গল্প ও আমার চরিত্রটি দারুণ। গল্পে অনেক বাঁক রয়েছে। বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। নিজের সেরাটা দিয়ে অ্যাকশন লেডির রুদ্রমূর্তি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

ঢাকাসহ দেশের ২৪টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘যন্ত্রণা’। এগুলো হলো ঢাকার আনন্দ, আজাদ, গীত, বিজিবি অডিটোরিয়াম, লায়ন সিনেমাস, নিউ গুলশান, ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), কাঁচপুরের চাঁদমহল, ফতুল্লার বনানী, সাভারের চন্দ্রিমা, মাধবদীর মমতা (নরসিংদী), হাসনাবাদের ছন্দা (নরসিংদী), বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, ময়মনসিংহের ছায়াবাণী, মানিকগঞ্জের নবীন, কুলিয়ারচরের আনন্দ (কিশোরগঞ্জ), খুলনার সংগীতা, নওগাঁও মল্লিকা, হবিগঞ্জের মোহন, সৈয়দপুরের তামান্না, যশোরের তুলি, মাদারীপুরের মিলন, কাটাখালীর রাজতিলক (রাজশাহী) এবং শেরপুরের রূপকথা।

‘যন্ত্রণা’ সিনেমার জুটি আদর আজাদ ও মানসী প্রকৃতি (ছবি: ফেসবুক)‘যন্ত্রণা’র মাধ্যমে সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন আরিফুর জামান আরিফ। আব্দুল্লাহ জহির বাবুর গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, আশরাফ কবির, গাঙ্গুয়া, সোহেল রশিদ,পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে এটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যন্ত্রণা’য় গান রয়েছে চারটি। এগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্নিয়া। দুটি করে গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ