Connect with us

ওটিটি

‘সুড়ঙ্গ’ থেকে বেরিয়ে ‘সাড়ে ষোল’তে নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সাড়ে ষোল’তে রেজা চরিত্রে আফরান নিশো (ছবি: হইচই)

অভিনেতা আফরান নিশো গত ১৭ জুন দুপুরে তিন মিনিটের ব্যবধানে ‘রেজা’ নামটি উল্লেখ করে নিজের দুটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এগুলোতে লেন্সের সুবাদে তার বিড়াল চোখ দেখা গেছে। গত ৯ জুলাই এমন আরেকটি ছবি শেয়ার দেন তিনি। এ নিয়ে ভক্ত-দর্শকদের মধ্যে বিপুল কৌতূহল ও রোমাঞ্চ জন্মায়।

অবশেষে জানা গেলো, নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’তে আইনজীবী রেজা চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা। স্বনামধন্য একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পক্ষে আলোচিত মামলা পরিচালনা করে সে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবন জটিল মোড় নেয়।

রেজার ভূমিকায় আফরান নিশোর অবয়ব প্রকাশ করেছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ‘কাইজার’ ওয়েব সিরিজের পর আবার এই ওটিটি প্ল্যাটফর্মে তাকে দেখা যাবে। তার সাবলীল ও বহুমুখী অভিনয়ের দক্ষতা দেখতে অপেক্ষায় আছে দর্শকেরা। আগামী ১৭ আগস্ট হইচইয়ে মুক্তি পাবে ‘সাড়ে ষোল’।

নতুন ওয়েব সিরিজে আইনজীবী চরিত্রে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘রেজা অত্যন্ত বুদ্ধিমান ও সফল আইনজীবী। পাশাপাশি সে খুবই চতুর, কিন্তু একজন ফ্যামিলি ম্যান। আমাকে চরিত্রটি খুব আকর্ষণ করেছে। আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কেমন প্রতিক্রিয়া হয় জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আফরান নিশো

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সাড়ে ষোল’ পরিচালনা করেছেন ইয়াসির আল হক। এটাই তার প্রথম ওয়েব সিরিজ। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সহকারী ছিলেন তিনি। এছাড়া রেহানার ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

ইয়াসির আল হক প্রসঙ্গে নিশো বলেন, “ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে সে পরিচালনার ক্যারিয়ার শুরু করেছে। ইয়াসির খুবই দক্ষ ও কাজের প্রতি খুবই নিবেদিত প্রাণ। পুরো ‘সাড়ে ষোল’র সব কলাকুশলীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তাদের শুভকামনা জানাই।”

আফরান নিশো (ছবি: ফেসবুক)

ইয়াসির আল হক বলেন, “ওটিটিতে অভিষেকের জন্য হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। কোনো শব্দই আমার এই উচ্ছ্বাস সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি আমার চেনা গণ্ডির বাইরে ছিলো। সেজন্যই এই সিরিজ দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য হইচইকে ধন্যবাদ।”

সিরিজের নাম ‘সাড়ে ষোল’ কেনো? ইয়াসির আল হকের উত্তর, “সিরিজটির টিজার-ট্রেলার এলেই দর্শকদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমার বিশ্বাস, ‘সাড়ে ষোল’ আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন!”

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

এদিকে গেলো ঈদে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। বাংলাদেশের দর্শকদের মন জয়ের পর গত ৭ জুলাই এটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা। চরকি ও আলফা-আই স্টুডিওসের যৌথ প্রযোজনায় এতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ অনেকে।

ওটিটি

আধুনিক বাংলা হোটেলে কী খাওয়াবেন মোশাররফ করিম!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোশাররফ করিম (ছবি: চরকি)

নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন মোশাররফ করিম। এর নাম রাখা হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এটি পরিচালনা করবেন কাজী আসাদ। ইতোমধ্যে শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে।

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের চরিত্রটি কেমন তা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি এই নামের একটি হোটেল মালিকের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন।

নতুন ওয়েব সিরিজটি চরকির জন্য তৈরি হচ্ছে। এর আগে ‘দাগ’ ওয়েব ফিল্মের মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে মোশাররফ করিমকে। তিনি বলেন, ‘চরকির কন্টেন্ট বরাবরই দারুণ ও চমকপ্রদ হয়। ইন্টারেস্টিং একটি গল্পের মাধ্যমে চরকি সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিলো আমার। তরুণ প্রতিভাবান কাজী আসাদের মাধ্যমে সেই সুযোগ পেয়ে গেলাম। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

কাজী আসাদ ও মোশাররফ করিম (ছবি: চরকি)

ওয়েব সিরিজটির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মোশাররফ ও নির্মাতার সঙ্গে উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এবং হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি।

রেদওয়ান রনি ও মোশাররফ করিম (ছবি: চরকি)

রেদওয়ান রনি বলেন, ‘গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা কাজী আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী।’

পড়া চালিয়ে যান

ওটিটি

‘একটি খোলা জানালা’র ভয়জাগানিয়া ট্রেলার, নার্স চরিত্রে ফারিণ-নাদিয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘একটি খোলা জানালা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: কেএস ফিল্মস)

মুষলধারে বৃষ্টি পড়ছে। ‘নাগ পূর্ণিমা’ সিনেমার বিলবোর্ড দেখা যাচ্ছে। সামনে একটি গাড়ি দাঁড়ানো। ভেতরে বসে আছে একজন লোক। নেপথ্যে নারীকণ্ঠে শোনা যায়, ‘একজন ভয়ংকর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে।’ হঠাৎ রক্তাক্ত অবস্থায় একজন নার্স গাড়ির জানালায় হাত রেখে বলতে থাকে, ‘বাঁচাও, বাঁচাও!’ এটি ‘একটি খোলা জানালা’ নামের শর্টফিল্মের ট্রেলারে দেখা গেছে এমন রহস্যময় ও ভয়জাগানিয়া কয়েকটি দৃশ্য। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

গতকাল (৬ জুলাই) রাতে ‘একটি খোলা জানালা’র ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে প্রধান তিনটি নারী চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সালহা খানম নাদিয়া ও ফারিয়া শামস সেঁওতি। তাদের মধ্যে ফারিণ ও নাদিয়াকে দেখা যাবে নার্স চরিত্রে।

‘একটি খোলা জানালা’র দৃশ্য (ছবি: কেএস ফিল্মস)

গল্পটি কেশবগঞ্জ মানসিক হাসপাতালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। টিজারে সেই ইঙ্গিত দেওয়ার পর টিভি পর্দা থেকে ভেসে আসে সংবাদ পাঠিকার বর্ণনা, ‘কেশবগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হাসপাতালের নার্স শেফালীর মরদেহ।’ সিরিয়াল কিলারের পরের টার্গেট কে?

‘একটি খোলা জানালা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও ফারিয়া শামস সেঁওতি (ছবি: কেএস ফিল্মস)

এদিকে এক নার্সের ওপর স্বামীর নির্যাতনের দৃশ্য দেখা যায়। অন্যদিকে আরেক নার্সকে বিয়ের প্রস্তাব দেন হাসপাতালে শয্যাশায়ী এক বৃদ্ধ লোক। এরমধ্যে জানা যায় ৭ ফুট লম্বা খলিল উল্লাহ নামের একজনের কথা। সে আজিমপুর কবরস্থানের মাটি খুঁড়ে আনা লাশ থেকে নখ দিয়ে কলিজা বের করে লবণ মেখে খেয়ে ফেলে! হঠাৎ ঝড় এসে আলো নিভে যায়। ঝড়ো হাওয়ায় একটি জানালা খুলে যায়! খলিলউল্লাহর এই ঘটনা কি সত্যি? টিজারের শেষ দৃশ্যে এক নারী বলতে তাকে, ‘খলিলউল্লাহ সামনে এলেই বুঝবা গল্প সত্য না মিথ্যা!’ এরপর ফারিণ ঘুরে ক্যামেরায় তাকাতেই ভয়ে আঁতকে ওঠেন।

‘একটি খোলা জানালা’র দৃশ্যে সালহা খানম নাদিয়া (ছবি: কেএস ফিল্মস)

প্রয়াত আমেরিকান চিত্রনাট্যকার ও পরিচালক জেমস ব্রিজেসের গল্প অবলম্বনে তৈরি হয়েছে অ্যাকশন, থ্রিলার/সাসপেন্স, ক্রাইম ধাঁচের শর্টফিল্ম ‘একটি খোলা জানালা’। কেএস ফিল্মসের প্রযোজনায় এর শিল্প নির্দেশনা দিয়েছেন আলভিরা তাসনিম।

‘একটি খোলা জানালা’য় তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া (ছবি: কেএস ফিল্মস)

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে ‘একটি খোলা জানালা’।

পড়া চালিয়ে যান

ওটিটি

মাধুরী ও ইমরান হাশমির সিনেমার পরিচালকের সিরিজে শুভ?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ভারতে নতুন একটি ওয়েব সিরিজ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সব ঠিক থাকলে এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। তার বিপরীতে দেখা যেতে পারে ওপার বাংলার এই প্রজন্মের অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। চমকপ্রদ তথ্য হলো, ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সৌমিক সেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘গুলাব গ্যাং’-এ অভিনয় করেন মাধুরী দীক্ষিত। এরপর ‘হোয়াইট চিট ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেন ইমরান হাশমি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন ওয়েব সিরিজটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়েছে। শুভ ও সৌরসেনীর সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন সৌমিক সেন। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা।

সৌরসেনী মৈত্র (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছর নেটফ্লিক্সের প্রশংসিত ওয়েব সিরিজ ‘জুবিলি’র পর অন্যতম গল্পকার ও চিত্রনাট্যকার সৌমিক সেন। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা। এতে হিমাংশু রায়-দেবিকা রানির উত্থানসহ বলিউডের শুরুর দিক তুলে ধরা হয়।

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

শোনা যাচ্ছে, ওয়েব সিরিজটি প্রযোজনা করবেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। এটি মুক্তি পেতে পারে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে।

সৌরসেনী মৈত্র (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে ঢালিউডে আরিফিন শুভ অভিনীত নতুন দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে ‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যদিকে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’তে শুভর নায়িকা থাকছেন ‘কাজলরেখা’ তারকা মন্দিরা চক্রবর্তী।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ