ঢালিউড
‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি নিয়ন্ত্রণে, গ্রেফতার ২
‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। আজ (২৯ জুলাই) বিকেলে ডিবি এই তথ্য নিশ্চিত করেছে। তারা হলো ইনামুল কবীর ও মনির শেখ।
গত ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে ছয়জনের নামে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ সংশ্লিষ্ট কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলো দুইজনকে। আজ ডিবি কার্যালয়ে ছিলেন ‘সুড়ঙ্গ’ দুই প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও আলফা আই স্টুডিওসের পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফী ও তমা মির্জা।
ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছিলাম, এর বিরুদ্ধে আমরা দ্রুত পদক্ষেপ নেবো। আমরা মনে করি, সিনেমাটি যারা বানিয়েছে তাদের আর্থিক ক্ষতি ও ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। তবে যারা এই কাজটি করেছেন তাদের মধ্যে দুইজনকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করেছি আমরা। তারা অপরাধ স্বীকারও করেছে।’
শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এতো দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করছেন। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি ভয়ংকর অপরাধ। আমরা যারা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তারা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটি সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসন সৃষ্টির অপচেষ্টা। তবে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটি উদাহরণ হয়ে থাকবে। এমন পদক্ষেপ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুদিন ফিরিয়ে আনবে।’
ঈদুল আজহায় বাংলাদেশে মোট ২৮টি সিনেমাহলে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। আলফা আই স্টুডিওসের দাবি, আলোচিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে। বাংলাদেশের পর বিভিন্ন দেশে সাফল্য পেতে শুরুর পরেই পাইরেসির কবলে পড়ে এটি।
গতকাল (২৮ জুলাই) থেকে দেশের ৫০টি সিনেমাহলে চলছে ‘সুড়ঙ্গ’। ভারতের পশ্চিমবঙ্গে ২১ জুলাই থেকে ৩১টি সিনেমাহলে মুক্তি পায় এটি। এছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মাসুদ চরিত্রে আফরান নিশো ও ময়নার ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ অনেকে। এতে আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস