বলিউড
সেপ্টেম্বরে আসছে প্রথম সন্তান, নাম ঠিক করে ফেলেছেন দীপিকা-রণবীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
প্রথমবার মা-বাবা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। সেই হিসাবে এখনো আট মাস বাকি। তবে ইতোমধ্যে সন্তানের নাম ঠিক করে ফেলেছেন তারা।
গতকাল (২৯ ফেব্রুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রনবীর একটি ছবি পোস্ট করেন। এতে দেখা গেছে, শিশুদের উপযোগী জামা, জুতা ও কানটুপির রঙিন স্কেচ। এর সঙ্গে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ধারণা করা হচ্ছে, সন্তানের জন্মের সময় উল্লেখ করেছেন ‘দীপবীর’।
View this post on Instagram
দীপিকা-রণবীরের ঘর আলো করবে ছেলে নাকি মেয়ে, সেই সুখবর জানা যাবে সেপ্টেম্বরে। তবে দীপিকার মতোই মিষ্টি ও আদুরে মেয়ে চান রণবীর। ছেলে-মেয়ে যাই হোক, তিনি সন্তানের নাম রাখতে চান শৌর্যবীর সিং।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন দীর্ঘদিন ধরেই বি-টাউনে ভেসে বেড়িয়েছে। কিছুদিন আগে লন্ডনে বাফটা অ্যাওয়ার্ডসে শাড়ি পরে আলো কাড়েন তিনি। তখন তার ‘বেবি বাম্প’ লক্ষ্য করেন অনেকেই। ফলে গুঞ্জনের পালে হাওয়া লাগে। যদিও তিনি কিংবা রণবীর কেউই প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি। অবশেষে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন পরিবারে নতুন সদস্য আসছে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
দীপিকা-রণবীরের পরিবারে এখন খুশির হাওয়া। নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা ও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
২০১২ সাল থেকে দীপিকা-রণবীরের প্রেমপর্ব শুরু হয়। ২০১৮ সালে বিয়ের বন্ধনে জড়ান দু’জনে। ইতালির লেক কোমোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
বড় পর্দায় একসঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এগুলো হলো সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ও ‘পদ্মাবত’ (২০১৮), কবির খানের ‘এইটি থ্রি’ (২০২১) এবং রোহিত শেঠির ‘সার্কাস’।
রোহিত শেঠির ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায় আবার একফ্রেমে দেখা যাবে দীপিকা-রণবীরকে। এতে আরো অভিনয় করেছেন অজয় দেবগণ ও কারিনা কাপুর খান।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (ছবি: ইনস্টাগ্রাম)
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’। এতে প্রথমবার হৃতিক রোশনের বিপরীতে দেখা গেছে তাকে। তার হাতে এখন আছে হিন্দি ও তেলুগু ভাষায় নির্মিত ‘কালকি ২৮৯৮ এডি’ (প্রভাস, অমিতাভ বচ্চন)।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
অন্যদিকে রণবীর সিংকে সর্বশেষ গত বছর করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস