Connect with us

বলিউড

সৌরভ গাঙ্গুলীর বায়োপিককে ঘিরে আলোচিত রণবীর

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সৌরভ গাঙ্গুলী (ছবি: এস. হোসেন)

ঢাকা ঘুরে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তার ব্যক্তিত্ব ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যে মুগ্ধ সবাই। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। এবার বড় পর্দায় দেখা যাবে তার জীবনের গল্প। কিছুদিন আগে তিনি নিজেই জানান, একটি বায়োপিক তৈরির প্রক্রিয়া চলছে।

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নিয়ে বৈঠক করতে মাসখানেক আগে ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসকে নিয়ে মুম্বাই গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। নতুন খবর হলো, এতে সাবেক এই বাঁহাতি ব্যাটারের ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা রণবীর কাপুর। এখন চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

রণবীর কাপুর (ছবি: টুইটার)

যদিও বহুল প্রতীক্ষিত এই বায়োপিক কে পরিচালনা করবেন তা এখনো জানা যায়নি। রণবীরের পাশাপাশি কোন কোন অভিনয়শিল্পীকে নেওয়া হবে তা প্রকাশ করা হয়নি।

রণবীর কাপুর ও সৌরভ গাঙ্গুলী (ছবি: টুইটার)

২০১৯ সালে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের গুঞ্জন ওঠে। তখন তার চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা এবং হৃতিক রোশনের মধ্যে একজন থাকবেন বলে শোনা গেছে। তবে বেশকিছু সূত্রে জানা যায়, রণবীরকে চূড়ান্ত করে ফেলা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর (ছবি: টুইটার)

এদিকে রণবীর কাপুর এখন ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। লুভ রঞ্জন পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ।

রণবীরের হাতে আরো আছে সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিমেল’। এতে তার বিপরীতে থাকছেন রাশ্মিকা মান্দানা। এটি মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

বলিউড

দীপিকা-রণবীরের কোলে এলো কন্যাসন্তান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ (৮ সেপ্টেম্বর) ভূমিষ্ঠ হয়েছে তার ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সন্তান। তাদের কোলে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

বলিউড ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম সুখবরটি প্রকাশ করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় এখনো সন্তানের জন্মের খবর নিজেরা জানাননি এই তারকা দম্পতি।

গত ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন দীপিকা-রণবীর। গতকাল দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা।

শোনা যাচ্ছিলো, আগামী ২৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের প্রথম সন্তান জন্ম নিতে পারে। কিন্তু ২০ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে।

দীপিকার ছবিগুলো প্রকাশ্যে আসতেই তাকে ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

সম্প্রতি বেবি বাম্পে বিশেষ ফটোশুটে অংশ নেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে।

দীপিকা সত্যিই মা হতে চলেছেন নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটান তিনি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

দীপিকা সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।

দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

রণবীরের সঙ্গে বেবি বাম্পে দীপিকার ১৪টি ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে তার ও অভিনেতা রণবীর সিংয়ের কোলে আসবে প্রথম সন্তান। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি আজ (২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে। এরমধ্যে কোনোটিতে তাদের হাসিমুখ, কয়েকটিতে দীপিকা একা, আবার কয়েকটিতে তাকে আগলে রেখেছেন রণবীর।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন সত্যিই মা হতে চলেছেন, নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি।

একাধিক পোশাক পরে বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। আর রণবীর পরেছেন টি-শার্ট।

দীপিকার ছবিগুলো প্রকাশ্যে আসতেই তাকে ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

গত ফেব্রুয়ারিতে নিজেদের প্রথম সন্তান আসার সুখবর জানান দীপিকা-রণবীর। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নিতে পারে নবজাতক। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকাকে ভর্তি করানো হবে বলে জানা গেছে। কাকতালীয় হলো, ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন!

সন্তান আসার পরপরই নতুন বাড়িতে উঠবেন দীপিকা-রণবীর। মুম্বাইয়ের বান্দ্রায় ১১৯ কোটি রুপি দিয়ে নতুন আবাসন কিনেছেন তারা। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত ১১ হাজার ২৬৬ বর্গফুট ইন্টেরিয়র ও ১৩০০ বর্গফুট বারান্দার জায়গা আছে তাদের নতুন বাড়িতে।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

দীপিকাকে সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।

দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

যেখানে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যে উড়ছেন! বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। এর সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে তার। ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেছেন তিনি! ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার এখন ৯ কোটি ১৩ লাখ। তবে শ্রদ্ধার ওপরে আছেন আরো দুই জন। 

ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার ক্রিকেটার বিরাট কোহলির। ৯ কোটি ১৮ লাখ ফলোয়ার নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

শ্রদ্ধা ও নরেন্দ্র মোদির পরে ৮ কোটি ৫১ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী আলিয়া ভাটের। তারপরে ৭ কোটি ৯৮ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে অমর কৌশিক পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৪০১ কোটি রুপি। এরমধ্যে ভারতে ৩৪২ কোটি রুপি ঘরে তুলেছে এটি। এখান থেকে আয় হয়েছে ২৮৯ কোটি ৬০ লাখ রুপি।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘স্ত্রী টু’। দুটিতেই শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ