সিনেমা হল
স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ব্ল্যাক অ্যাডাম’, অগ্রিম টিকিট বিক্রি শুরু
হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি উপভোগ করা যাবে। দর্শক চাহিদার কথা ভেবে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, অনলাইনে এবং কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।
স্পেনের জাউমা কোয়েত-চেরা পরিচালিত ‘ব্ল্যাক অ্যাডাম’কে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এটি হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাজাম’ সিনেমার অংশ। ডিসি কমিকসের সুপারহিরো শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি।
ব্ল্যাক অ্যাডাম চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে ভিলেন হিসেবে আবির্ভূত হয়। ২০০০ সালে এটি হয়ে যায় অ্যান্টি-হিরো। মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। সিনেমাটির গল্পে প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবার কারাবন্দি হয় সে। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার ও প্রতিশোধের রোমাঞ্চকর লড়াই। পৃথিবী গ্রহের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে ব্ল্যাক অ্যাডামকে তুলে ধরা হয়েছে।
ব্ল্যাক অ্যাডাম চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। ডিসি কমিকসের কোনো সিনেমায় প্রথমবার দেখা যাবে তাকে। এছাড়া আরেক বড় চমক সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।
ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ১১তম সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’-এ আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ তারকা হেনরি ক্যাভিলকে সুপারম্যানের ভূমিকায় ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় দেখা যাবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির প্রিমিয়ারের আগে ডোয়াইন জনসন জানান, দর্শকদের সামনে পুরো জেএসএ (জাস্টিস সোসাইটি অব আমেরিকা) তুলে ধরাই তাদের লক্ষ্য।
সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কুইনটেসা সুইন্ডেল (সাইক্লোন), নোয়া সেন্টিনেও (অ্যাটম স্ম্যাশার), অ্যালডিস হজ (হকম্যান), সারাহ সাহি (আইসিস)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস