Connect with us

ওটিটি

‘মহানগর’, ‘কাইজার’ ও ‘কারাগার’ সিরিজের নতুন সিজনের ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও মোশাররফ করিম

(বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও মোশাররফ করিম (ছবি: হইচই)

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই পাঁচ বছর পূর্তিতে নতুন ২৫টি সিরিজের ঘোষণা দিয়েছে। এরমধ্যে বাংলাদেশের চারটি। এগুলো হলো সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার পার্ট ২’, আশফাক নিপুণের ‘মহানগর: অন্তিম পর্ব’ ও তানিম নূরের ‘কাইজার লেভেল টু’। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় ইউটিউবে হইচই চ্যানেলে এসব সিরিজের একঝলক দেখা গেছে।

‘কারাগার পার্ট ২’ সিরিজে প্রধান চরিত্রে যথারীতি অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ‘মহানগর: অন্তিম পর্ব’তে পুলিশ কর্মকর্তার ভূমিকায় আবার দেখা যাবে মোশাররফ করিমকে। ‘কাইজার লেভেল টু’তে গোয়েন্দা কাইজার হিসেবে ফিরবেন আফরান নিশো।

এছাড়া অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করবেন নতুন সিরিজ ‘বোধ’। এতে অবসরপ্রাপ্ত বিচারক আলমগীর হোসেন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এছাড়া থাকছেন খায়রুল বাসার ও সারাহ আলম।

তবে কোন সিরিজ কবে মুক্তি পাবে সেই বিষয়ে কিছু জানায়নি হইচই কর্তৃপক্ষ।

হইচই

কলকাতার পথে রওনা দেওয়ার সময় বাংলাদেশের তারকারা (ছবি: ফেসবুক)

এদিকে মঙ্গলবার কলকাতায় হইচই-এর পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। তাদের মধ্যে মেহজাবীন ‘সাবরিনা’ সিরিজে অভিনয় করেছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ