Connect with us

বলিউড

‘হাউসফুল ফাইভ’: এক ছাদের নিচে আসছেন অক্ষয়-অভিষেক-জন-ববি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হাউসফুল

‘হাউসফুল’ সিরিজের তারকা ও নির্মাতারা (ছবি: টুইটার)

বলিউডের ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন হতে যাচ্ছে পঞ্চম কিস্তি। সিরিজের চার-চারটি সিনেমা ব্যবসাসফল হওয়ার পর এবার পঞ্চম পর্ব তৈরির প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট নির্মাতারা।

‘হাউসফুল ফাইভ’ হতে যাচ্ছে সবচেয়ে বেশি তারকাবহুল হিন্দি সিনেমা। এতে একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও ববি দেওল। প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালার পরিকল্পনা, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির আগের সব পর্বের অভিনয়শিল্পীদের একই ছাদের নিচে আনবেন তিনি। এজন্য সব চরিত্রকে রাখার উপযোগী গল্প চূড়ান্ত করা হয়েছে। এখন সাজানো হচ্ছে চিত্রনাট্য।

আগামী বছর ‘হাউসফুল ফাইভ’ সিনেমার শুটিং শুরু হবে। আগের চার পর্বের মতোই পাগলামি, বিভ্রান্তি ও ভুলকেন্দ্রিক কমেডিতে ভরপুর থাকবে নতুন কিস্তি।

২০১০ সালে মুক্তি পায় প্রথম ‘হাউসফুল’। এরপর ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে এসেছে আরও তিনটি কিস্তি। সবক’টিতেই অভিনয় করেছেন অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখ। অভিষেক বচ্চন তৃতীয় পর্বে এবং ববি দেওল চতুর্থ কিস্তিতে ছিলেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ