Connect with us

শুভেচ্ছা

হিল্লোল-নওশীনের কোলে ফুটফুটে মেয়ে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হিল্লোল-নওশীন

হিল্লোলের কোলে মাহভিশা আদনান সৈয়দা, পাশে নওশীন (ছবি: ফেসবুক)

প্রথম সন্তানের মুখ দেখলেন আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ। বুধবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে তাদের মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে মাহভিশা আদনান সৈয়দা।

ফেসবুকে ডাইন আউট উইথ আদনান পেজে সুখবরটি শেয়ার করেছেন হিল্লোল। তিনি জানান, মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে।

নওশীন তার ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি দিয়েছেন। তার স্ট্যাটাসের কমেন্টে তারকারা অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় উল্লেখযোগ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন, পূর্ণিমা, অপি করিম, দীপা খন্দকার, রুমানা রশিদ ঈশিতা, মোনালিসা, সোহানা সাবা, অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, টনি ডায়েসসহ অনেকে।

হিল্লোল-নওশীন

হিল্লোলের কোলে মাহভিশা আদনান সৈয়দা, পাশে নওশীন (ছবি: ফেসবুক)

হিল্লোল ও নওশীন এখন আমেরিকা প্রবাসী। অভিনয় থেকে দূরে সরে ফুড ব্লগিংয়ে মনোযোগী হিল্লোল। নওশীন দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থাপনার বাইরে। তিনি বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারের কর্মী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ