ওয়ার্ল্ড সিনেমা
হৃতিকের সিনেমার সেই শিশুশিল্পীর বিয়ে ডিসেম্বরে
ভারতের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন। চলতি বছরের ডিসেম্বরে জীবনের গুরুত্বপূর্ণ দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। জয়পুরের একটি কেল্লায় ধুমধাম করে হবে এই আনুষ্ঠানিকতা। জল্পনা চলছে, অনুষ্ঠানে থাকবে রাজকীয় আমেজ।
উত্তর প্রদেশের নয়ডা ভিত্তিক হিন্দি চ্যানেল ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ৩১ বছর বয়সী এই তারকার বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। সংক্ষিপ্ত প্রতিবেদনটিতে বিয়ের ভেন্যুসহ অন্যান্য বিষয় একঝলকে তুলে ধরা হয়।
জানা গেছে, ৪৫০ বছরের পুরনো মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে হানসিকার বিয়ের সানাই বাজবে। এজন্য রাজপ্রাসাদের কক্ষ সাবেকিয়ানার ছোঁয়ায় সাজানোর কাজ পুরোদমে চলছে। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জয়পুর নগরীতে অতিথিরা আসার আগেই সাজ সাজ রব থাকবে।
যদিও ডিসেম্বরের কত তারিখ বিয়ে এবং কার সঙ্গে বিয়ে সেসব জানায়নি ইন্ডিয়া টিভি। হানসিকা এখনো বিয়ের খবরে কোনো প্রতিক্রিয়া জানাননি।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন হানসিকা মোতওয়ানি। ‘শাকা লাকা বুম বুম’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি, ‘শোন পরী’ টিভি সিরিজে নজর কাড়েন তিনি।
হৃতিক রোশনের ‘কোই মিল গ্যায়া’ (২০০৩) সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন হানসিকা মোতওয়ানি। এছাড়া টাবু অভিনীত ‘হাওয়া’ (২০০৩), ‘জাগো’ (২০০৪), ‘হাম কৌন হ্যায়’ (২০০৪) এবং ‘আবরা কা ডাবরা’ (২০০৪)।
হিন্দি ও কন্নড় সিনেমার চেয়ে তেলুগু, তামিল ও মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করেছেন হানসিকা মোতওয়ানি। ১৫ বছর বয়সে তেলুগু সিনেমা ‘দেসামুদুরু’র (২০০৭) মাধ্যমে নায়িকা হয়ে বড় পর্দায় আসেন তিনি। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (দক্ষিণ) সেরা নবাগতা পুরস্কার ওঠে তার হাতে।
অভিনেতা হিসেবে হিমেশ রেশামিয়ার প্রথম হিন্দি সিনেমা ‘আপ কা সুরুর’-এ (২০০৭) নায়িকা ছিলেন হানসিকা মোতওয়ানি। তিনি এর আগে সব হিন্দি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। হিমেশের বিপরীতে দর্শকদের নজর কাড়েন তিনি।
২০০৮ সালে মুক্তি পায় হানসিকার সবশেষ হিন্দি সিনেমা ‘মানি হ্যায় তো হানি হ্যায়’। তার ৫০তম সিনেমা ‘মহা’ মুক্তি পেয়েছে গত জুলাইয়ে। তিনি এখন দক্ষিণী কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস