Connect with us

ওটিটি

‘হোটেল রিলাক্স’-এর সামনে এই পুলিশ মেয়েটি কে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হোটেল রিলাক্সের দিকে পিস্তল তাক করে রেখেছেন একজন নারী। পুলিশের পোশাকে চোখে সানগ্লাস। চুল ঝুটি করা। কে তিনি?

গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সেজন্য বেশিরভাগ দর্শক বলেছেন পারসা ইভানার কথা। কারণ অমির ‘ব্যাচেলরস পয়েন্ট’ ফ্রাঞ্চাইজির নিয়মিত অভিনয়শিল্পী তিনি। কারও চোখে মেয়েটি মেহজাবীন চৌধুরী। কেউ লিখেছেন সারিকা সাবরিনের নাম। কেউ আবার অন্তরা রূপী ফারিয়া শাহরিন ভেবেছেন।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

আরো একজন অভিনেত্রীর নাম অনুমান করেছেন অনেকে। তিনি হলেন পূর্ণিমা। এটাই সঠিক! কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে গোয়েন্দা পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। পুরান ঢাকায় এর শুটিং চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

জানা গেছে, পূর্ণিমা ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্রাঞ্চাইজির বেশিরভাগ অভিনয়শিল্পী ছয় পর্বের ওয়েব সিরিজটিতে থাকবেন। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে এটি।

চিত্রনায়িকা পূর্ণিমা ২০২১ সালে চরকির ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন। অমিতাভ রেজার পরিচালনায় এতে গোয়েন্দা মাসুদ মুন্সির ভূমিকায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ