ওয়ার্ল্ড সিনেমা
২১তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতলেন যারা
২১তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামলো। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের সমাপনী আয়োজনে উৎসবের বিভিন্ন শাখার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।
এশিয়ান সিনেমা প্রতিযোগিতা শাখা
সেরা সিনেমা পুরস্কার পেয়েছে ইরানের ‘মাদারলেস’। জাপানের ‘ম্যারেজ কাউন্সেলর’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে। ‘হকস মাফিন’ সিনেমার সুবাদে সেরা অভিনেত্রী সম্মান পেয়েছেন ভারতের কেতকী নারায়ণ।
ইরানের আলি গাবিতান ‘লাইফ অ্যান্ড লাইফ’ সিনেমার সুবাদে সেরা পরিচালক হয়েছেন। সেরা চিত্রনাট্যকার হয়েছেন ভারতের ‘অপরাজিত’ সিনেমার পরিচালক অনিক দত্ত। রাশিয়ার ‘দ্য রায়ট’-এর জন্য সেরা চিত্রগ্রহণ পুরস্কার পেয়েছেন আর্টিওম আনিসিমভ।
বাংলাদেশের সিনেমার মধ্যে ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’ বিশেষ অডিয়েন্স পুরস্কার এবং মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ অডিয়েন্স পুরস্কার জিতেছে।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
সেরা প্রামাণ্যচিত্র হয়েছে রাশিয়ার ‘মহাত্মা হাফকাইন’। সেরা ফিকশন ফিল্ম পুরস্কার স্বীকৃতি পেয়েছে কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’।
উইমেন ফিল্মমেকারস সেকশন
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা স্বীকৃতি পেয়েছে গ্রিসের মারিয়া দুজা পরিচালিত ‘লিসেন’। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে শ্রীলঙ্কার আনোমা পরিচালিত ‘আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার: সিরিমাভো’। সেরা পরিচালক হয়েছেন যৌথভাবে জার্মানির ক্যাথারিনা উল (এভরিবডি ওয়ান্টস টু বি লাভড) এবং রাশিয়ার গ্যালিনা ইভতুশেঙ্কো, আনা ইভতুশেঙ্কো (মহাত্মা হাফকাইন)।
বাংলাদেশ প্যানোরামা সেকশন
ফিপরেস্কি বিচারকদের দৃষ্টিতে সেরা সিনেমা পুরস্কার পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাতাঁও’।
স্বল্পদৈর্ঘ্য ফিল্ম শাখায় সেরা হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার জিতেছে কাজী আরেফিন আহমেদ পরিচালিত ‘কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন?’ প্রথম রানার আপ জয়তু সুশীল জিকুর ‘অ্যান এরা অব হোমলেসনেস’ পেয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতীয় রানার আপ মৃত্তিকা রাশেদের ‘কৃষ্ণপক্ষ (অ্যা বার্নিং সোল)’ পেয়েছে ১ লাখ টাকা।
৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে উৎসবে আরো ছিলো রেট্রোস্পেকটিভ শাখা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম শাখা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস