Connect with us

টালিউড

২৪ বছর বয়সে মারা গেলেন এই বাঙালি অভিনেত্রী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

থেমে গেলো মৃত্যুর সঙ্গে লড়াই। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন ওপার বাংলার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্ষণজন্মা এই তারকা পাড়ি দিলেন তারাদের চিরঘুমের দেশে!

গতকাল (১৯ নভেম্বর) রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় তার। এ কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। আজ দুপুর ১২টা ৫৯ মিনিটে মৃত্যুর কাছে হার মানতে হলো তাঁকে। ভক্তদের মনে কালো মেঘ। সবাই যেন শব্দ হারিয়েছেন।

ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

টানা ২০ দিন কলকাতার হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। গত ১ নভেম্বর তাঁর ব্রেন স্ট্রোক হয়।

ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তিনি তখন একাদশ শ্রেণির ছাত্রী। ১৬টি কেমোথেরাপি এবং ৩৩টি রেডিয়েশেনের পর ক্যান্সার মুক্ত হয়েছিলেন। একবছর চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। শুরু করেছিলেন অভিনয়। লাইটস… ক্যামেরা… অ্যাকশনের দুনিয়ায় ফিরে একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজে অভিনয় করেন।

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

কিন্তু ২০২১ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ঐন্দ্রিলার। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ডানদিকের ফুসফুসে ছিলো টিউমার। তখন একবার কেমোথেরাপির যন্ত্রণা পার করে এসেছিলেন। পরিবারের সদস্য, মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচীর জন্য আবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন।

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দেওয়ায় অস্ত্রোপচার করা হয়। তারপর এক সপ্তাহে একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তখন তাঁর শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিলো। হাসপাতালে যাওয়ার আগে বারবার বমি করছিলেন। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি। তাঁর সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় #ফাইটঐন্দ্রিলাফাইট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছেন অনেকে। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হলো না। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেলো তাঁর পথচলা। দুইবার ক্যান্সার থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে এবার আর ঘরে ফেরা হলো না ঐন্দ্রিলার।

ঐন্দ্রিলা শর্মা (ছবি: টুইটার)

মা-বাবা-দিদি চিকিৎসক হলেও ঐন্দ্রিলার ছোট থেকেই স্বপ্ন ছিলো নায়িকা হওয়ার। পরিবারের কেউ বাধা দেয়নি। উল্টো উৎসাহ জুগিয়েছে। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে কালারস বাংলা চ্যানেলের ‘ঝুমুর’ সিরিয়ালের প্রধান চরিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা শর্মা। মাত্র পাঁচ বছরে তাঁর ঝুলিতে জমা হয় ‘জিয়ন কাঠি’, ‘জীবন জ্যোতি’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক। এছাড়া জি বাংলা অরিজিনালসের ভোলেবাবা সিনেমায় অভিনয় করেন। ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের ‘ভাগাড়’ সিরিজেও কাজ করেছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ