Connect with us

নাটক

৩৮ দিন পর কাজে ফিরে নার্ভাস মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

একমাসেরও বেশি সময়ের ছুটি কাটিয়ে কাজে ফিরলেন মেহজাবীন চৌধুরী। পাক্কা ৩৮ দিন পর ফের শনিবার (৪ জুন) ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এজন্য নার্ভাস জনপ্রিয় এই অভিনেত্রী!

মেহজাবীন সিনেমাওয়ালা নিউজকে বলেছেন, ‘অনেকদিন ছুটি কাটানোর পর সবসময়ই আমার কাজ করতে একটু নার্ভাস লাগে। বিশেষ করে অভিনয়ের বেলায় নিজেকে খুব নতুন মনে হয়।’

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

ঢাকার কাউলায় নাম চূড়ান্ত না হওয়া নাটকটির শুটিং করছেন মেহজাবীন। গল্পটি একটু ভিন্ন ও চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন মেহজাবীন। তার কথায়, ‘সবকিছু মিলিয়ে পারবো কিনা বারবার সংশয় জেগেছিলো। মনে হচ্ছিলো, এতোদিন পর শুটিংয়ে ফিরে কাজে কতোটুকু মনোযোগ দিতে পারবো। সবকিছু মিলিয়ে একটু না, বেশ ভালো রকমের নার্ভাসই লাগছিলো। তবে এবারই প্রথম নয়, প্রতিবার লম্বা ছুটি কাটিয়ে কাজে ফেরার পর আমার এমন হয়।’

অনন্য ইমনের পরিচালনায় নাটকটিতে মেহজাবীনের সহশিল্পী সুদীপ বিশ্বাসসহ অনেকে। আসন্ন ঈদুল আজহায় এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

এদিকে ছুটিতে দেশের বাইরে ঘুরে বেড়ানোর সময় মনের একটি ইচ্ছে পূরণ করেছেন মেহজাবীন। আমেরিকান গায়িকা টেলর সুইফটের ‘ওয়াইল্ডেস্ট ড্রিম’ গানের একটি দৃশ্যের আদলে তুরস্কে একটি ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন তুর্কি আলোকচিত্রী সাবান সিফজিবাসসা।

ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলোকচিত্রী সাবানের সহযোগিতা ও প্রচেষ্টা কখনো ভুলবো না।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ