শুভেচ্ছা
৫০তম জন্মদিনে ফারুকী, ‘জীবন শুরু হতে পারে ফিফটিতেও’

নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী ও ইলহাম (ছবি: ফেসবুক)
জনপ্রিয় ফিল্মমেকার মোস্তফা সরয়ার ফারুকীর ৫০তম জন্মদিন আজ (২ মে)। পরিবার, স্বজন, বন্ধু, তারকা ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
গতকাল দিবাগত রাত ১২টায় স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ও মেয়ে ইলহামকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন ফারুকী। তখন তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। এর সঙ্গে দীর্ঘ স্ট্যাটাসে মেলে ধরেছেন নিজের কিছু ভাবনা।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
ফারুকী লিখেছেন, ‘সারাজীবন আমি বয়স গুনি নাই, গুনছি ব্লেসিংস (আশীর্বাদ)! আজকে আমার ৫০তম জন্মদিনে এসে তাই পেছন ফিরে নিজেকে একজন কৃতজ্ঞ মানুষই মনে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ পৃথিবী নামের এই গ্রহে এক চমৎকার জার্নির জন্য আমাকে নির্বাচিত করার জন্য। আমার জার্নিটা অন্য আরো কোটি রকম হতে পারতো! হতে পারতাম কীর্তনখোলা নদীর পারের এক উদাসী রাখাল। কিংবা যাত্রা প্যান্ডেলের টিকিট চেকার। অথবা কোনো এক নির্জন স্কটিশ গ্রামের পাইপার। এর কোনোটাই ভালো বা খারাপ বলছি না। বলছি এই যে বাংলাদেশের একজন গল্পকথক হইছি, হয়ে আমার সময়টাকে গল্পে ধরার চেষ্টা করছি, করতে গিয়ে কতো মানুষের ভালোবাসা পাইছি, কতো মানুষের সঙ্গে কতো ব্রিজ তৈরি করছি, এইসবই একেকটা ব্লেসিংস। তিশার মতো একজন সঙ্গী পাইছি এই জার্নিতে, ইলহামের মতো একটা বেহেশতের টুকরা পাইছি। আমি তাঁর কোন নিয়ামতকে অস্বীকার করবো?’

নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী ও ইলহাম (ছবি: ফেসবুক)
৫০তম জন্মদিনে এসে নির্মাতা হওয়ার পথচলা পেছন ফিরে দেখেছেন ফারুকী। এ প্রসঙ্গে তার ভাবনা, “আমি যখন ছবি বানাতে শুরু করি, তখন যেসব রাস্তায় আমি হাঁটা ধরছিলাম, আমি তো পথ হারায়ে ঝরে যেতে পারতাম আরো এক স্বপ্নবান তরুণ হিসেবে। কতো ঝড় গেছিলো, ভাষার ঝড়, অভিনয়ের ঝড়, এমনকি বিষয়ের ঝড়ও। আজকের সময়ে বসে হয়তো বোঝা যাবে না একসময় ন্যাচারাল অভিনয় করাতে চাওয়াটা কতো ‘আনন্যাচারাল’ ছিলো, স্বাভাবিক সংলাপ লেখাটাও কত বড় অপরাধ ছিলো! আজকের বাংলাদেশি ভিজুয়াল ল্যান্ডস্কেপের দিকে তাকালে সেইসব দিন অবিশ্বাস্যই মনে হয়।”

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি-ফেসবুক)
জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তি প্রসঙ্গে ফারুকীর বক্তব্য, ‘হয়তো করা যেতো আরো অনেক কিছুই, আরো অনেক বেটার কিছু। কিন্তু আজকের এই দিনে এসে অপ্রাপ্তির দিকে তাকাইতে চাই না। কারণ যখনই গুনতে বসবেন, জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশিই হবে। গুনতে চাই তাই ব্লেসিংস! জীবনের দুই-তৃতীয়াংশ পার করে দিয়েছি! ট্রেন যতোদূর যাবে, চাইবো সেটা যেনো মিনিংফুল জার্নি হয় আরো।’
ভবিষ্যৎ পরিকল্পনার একটা আভাসও দিয়েছেন ফারুকী, ‘নতুন নতুন গল্পে দেখতে চাইবো সময়টাকে! আর হ্যাঁ, এমনও হইতে পারে, ছবি বানানোর পাশাপাশি দেখতে পারেন নতুন কোনো ভূমিকায়ও। কারণ জীবন শুরু হতে পারে ফিফটিতেও।’
ফেসবুক স্ট্যাটাসের সবশেষে ফারুকী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন। ভালোবাসবেন সবাইকে। গভীরে নামলে দেখবেন, মানুষে মানুষে ঘৃণার আসলে কোনো গভীর কারণই নাই। আমাদের এইসব পার্থক্য সব ওপরের, সকলই কসমেটিক।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস