হলিউড
৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা

আল পাচিনো ও নূর আলফালাহ (ছবি: টুইটার)
হলিউড কিংবদন্তি আল পাচিনো চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন। তার বয়স হয়েছে ৮৩ বছর। সেজন্যই খবরের শিরোনামে এসেছেন এই আমেরিকান তারকা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল পাচিনোর প্রেমিকা ২৯ বছর বয়সী নূর আলফালাহ এখন আট মাসের সন্তানসম্ভবা। করোনা মহামারির সময় থেকে চুপিসারে এক ছাদের নিচে থাকছেন তারা। গত বছরের এপ্রিলে একসঙ্গে নৈশভোজ করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন দু’জনে। এরপরই তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে।

আল পাচিনো ও নূর আলফালাহ (ছবি: টুইটার)
আল পাচিনোর তিন সন্তান আছে। এরমধ্যে যমজ সন্তান অলিভিয়া পাচিনো ও অ্যান্টন জেমস পাচিনোর মা আমেরিকান অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলো। তার বড় মেয়ে জুলি মেরি পাচিনোর মা আমেরিকান অভিনয়ের কোচ জ্যান ট্যারান্ট।
পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অনেক বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন আল পাচিনো। এরমধ্যে উল্লেখযোগ্য ‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘দ্য আইরিশম্যান’ (২০১৯), ‘স্কারফেস’ (১৯৮৩) ইত্যাদি। ‘সেন্ট অব অ্যা ওম্যান’ সিনেমার সুবাদে ১৯৯৩ সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন তিনি।

আল পাচিনো ও নূর আলফালাহ (ছবি: টুইটার)
নূর আলফালাহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। আল পাচিনোর মুক্তি প্রতীক্ষিত ‘বিলি নাইট’ প্রযোজনা করছেন তিনি। এর আগে সংগীতশিল্পী মিক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েনের সঙ্গে তার সম্পর্ক ছিলো।
এদিকে ‘দ্য গডফাদার টু’ (১৯৭৪) সিনেমায় আল পাচিনোর সহশিল্পী রবার্ট ডি নিরো সম্প্রতি জানান, সপ্তমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। এখন তার বয়স ৭৯ বছর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস