Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

২২তম ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল: আজ কোথায় কোন সিনেমার প্রদর্শনী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে চলছে ২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। আজ (২৩ জানুয়ারি) উৎসবের চতুর্থ দিনে বিভিন্ন ভেন্যুতে থাকছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও শর্টফিল্মের প্রদর্শনী। সবই উপভোগ করা যাবে বিনামূল্যে। দেখে নিন নির্বাচিত কয়েকটি সিনেমার তথ্য।

ভেন্যু: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন, জাতীয় জাদুঘর

দুপুর ১টায় এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা শাখায় রয়েছে চীনা শাসিত ইনার মঙ্গোলিয়ার চাও সিশোয় পরিচালিত প্রথম সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৬ মিনিট। ২০২২ সালে টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় দেখানো হবে ফ্রান্সের মারি বেনিতো পরিচালিত স্প্যানিশ সিনেমা ‘ব্লারি ডেজ’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৩ মিনিট। ২০২২ সালে মোরেলিয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

বিকেল ৫টায় উইমেন ফিল্মমেকারস শাখায় উপভোগ করা যাবে নেদারল্যান্ডসের জামিলা ফন ডার হিউস্ট পরিচালিত ‘আই অ্যাম সামবডি’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৭ মিনিট। ২০২৩ সালে রিও ডি জানেইরো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রামাণ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এটি প্রযোজনা করেছেন দুইবার অস্কার জয়ী পাকিস্তানি নির্মাতা শারমিন ওবায়েদ-চিনয়।

সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানোরামা: পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় থাকছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট। ২০২৩ সালে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে এর উদ্বোধনী প্রদর্শনী হয়।

ভেন্যু: সুফিয়া কামালমিলনায়তন, জাতীয় জাদুঘর

বিকেল ৫টায় স্পিরিচ্যুয়াল শাখায় দেখানো হবে গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’। এর দৈর্ঘ্য ১৪ মিনিট। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ।

সন্ধ্যা ৭টায় এশিয়ান ফিল্ম শাখায় থাকছে শ্রীলঙ্কার জগত মানুবার্না পরিচালিত প্রথম সিনেমা ‘হুইসপারিং মাউন্টেনস’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ২৭ মিনিট। ৫২তম রটারডাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ব্রাইট ফিউচার শাখায় এটি নির্বাচিত হয়। ওই উৎসবে সেরা এশিয়ান পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নেটপ্যাক পুরস্কার জিতেছে সিনহালা ভাষায় নির্মিত এই সিনেমা। এরপর ২৮তম বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অ্যা উইন্ডো অন এশিয়া সিনেমা শাখায় আমন্ত্রণ পায় এটি।

ভেন্যু: জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সকাল ১০টা ৩০ মিনিটে এশিয়ান ফিল্ম শাখায় রয়েছে থাইল্যান্ডের পিয়াকর্ন বুতপ্রাসার্ত পরিচালিত ‘লং লিভ লাইফ’। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৩ মিনিট।

দুপুর ১টায় ওয়াইড অ্যাঙ্গেল শাখায় দেখানো হবে চীনের জুন লি পরিচালিত ‘ক্লাউডি মাউন্টেন’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৫ মিনিট।

ভেন্যু: আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা শাখায় থাকছে কাজাখস্তানের আসকার উজাবায়েভ পরিচালিত ‘হ্যাপিনেস’। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ১২ মিনিট। ২০২২ সালে ৭২তম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের প্যানোরামা শাখায় নির্বাচিত সিনেমাটি অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতে।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩০ মিনিট।

সিনেমাওয়ালা প্রচ্ছদ