হলিউড
অবশেষে মেয়ের মুখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার কালে মালতি মেরি চোপড়া জোনাস (ছবি: টুইটার)
ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া অবশেষে নিজের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ করেছেন। জোনাস ব্রাদার্স ব্যান্ডের সদস্যদের হলিউড ওয়াক অব ফেমে স্থান পাওয়ার সাক্ষী হতে গিয়েছিলেন তিনি। ব্যান্ডটির অন্যতম সদস্য তার স্বামী নিক জোনাস।
অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। এগুলোতে মালতিকে তার কোলে বসে থাকতে দেখা গেছে। তারা ছিলেন সামনের সারিতে। ক্রিম রঙের পোশাক, ছোট্ট দুল ও হেয়ারব্যান্ডে দারুণ মিষ্টি লেগেছে মেয়েটিকে। ছবিতে ও ভিডিওতে তার মুখ পরিষ্কার দেখা গেছে।
তিন জোনাস ভাই ওয়াক অফ ফেম সনদ হাতে মঞ্চে দাঁড়িয়ে থাকার সময় তাদের দিকে দর্শক সারি থেকে মেয়েকে নিয়ে তাকিয়েছিলেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা নিক জোনাস, তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত। অভিনন্দন জোনাস ব্রাদার্স।’
View this post on Instagram
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওর কমেন্টে বক্সে নিক জোনাস লিখেছেন, ‘আমার সুন্দরী স্ত্রী, তুমি কঠিন সময়ে শান্ত আর ঝড়ের মধ্যে পাথরের মতো স্থির। তোমাকে বিয়ে করতে পারা আমার ভালো লাগা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। তোমার পাশাপাশি একজন অভিভাবক হয়ে থাকতে ভালো লাগছে।’
প্রিয়াঙ্কার পোস্ট শেয়ার করার পরপরই ভক্তরা এই তারকা দম্পতির পাশাপাশি শিশুটির মায়াভরা মুখে ডুবে গেছে। একজন ভক্ত লিখেছেন, ‘অবশেষে শিশুটির মুখ দেখতে পেলাম।’ আরেকজনের মন্তব্য, ‘মেয়েটি দেখতে বাবার মতো হয়েছে।’

প্রিয়াঙ্কা চোপড়ার কালে মালতি মেরি চোপড়া জোনাস (ছবি: টুইটার)
প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৮ সালের জুলাইয়ে বাগদান সেরে নেন। এরপর ডিসেম্বরে রাজস্থানে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির (অন্য নারী গর্ভ ভাড়া করে সন্তান জন্মদানের পদ্ধতি) মাধ্যমে কন্যাসন্তান মালতি মেরির মা-বাবা হন তারা।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে এখন আছে হলিউডের ‘লাভ অ্যাগেইন’ এবং বলিউডের ফারহান আখতারি পরিচালিত ‘জি লে জারা’ (ক্যাটরিনা কাইফ, আলিয় ভাট) সিনেমা। এছাড়া তাকে দেখা যাবে ‘সিটাডেল’ ওয়েব সিরিজে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
