Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

অস্কার ২০২৩: শ্যাম্পেন রঙের কার্পেট ও ক্রাইসিস টিম

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হলিউডের ডলবি থিয়েটার (ছবি: দ্য অ্যাকাডেমি)

অস্কার অনুষ্ঠানের জমকালো মঞ্চ প্রস্তুত। এবারের আসরের মনোনীত এবং তারকা অতিথিদের জন্য বিছানো হয়েছে শ্যাম্পেন রঙের কার্পেট (ফ্যাকাশে হলুদ-কমলা রঙ)। সেই সঙ্গে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রয়েছে ক্রাইসিস টিম। তারা নিয়োজিত আছেন লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।

হলিউড তারকারা অস্কারে বহু বছর পর শ্যাম্পেন রঙের কার্পেটে হাঁটবেন। ১৯৬১ সাল থেকে লালগালিচা ব্যবহার করা হয়েছিলো। অনুষ্ঠানে যেকোনও আলোয় নির্বিঘ্নে মার্জিত আবহ ছড়িয়ে রাখতে কার্পেটের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। তারকাদের প্রবেশপথ কালো তাঁবু দিয়ে ঢাকা থাকবে। ফলে রাতের গ্ল্যামার ফুটে উঠবে। ৯০০ ফুট দীর্ঘ শ্যাম্পেন কার্পেটে জৌলুস ছড়াবেন নায়িকা-মডেলরা। বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা ৩০ মিনিটে শ্যাম্পেন কার্পেটের আনুষ্ঠানিকতা শুরু হবে।

৯৪তম অস্কারে ক্রিস রককে চড় মেরেছেন উইল স্মিথ (ছবি: টুইটার)

গত ৮ মার্চ অস্কারের ভেন্যু ডলবি থিয়েটারে গণমাধ্যমের মুখোমুখি হন সঞ্চালক জিমি কিমেল। এর আগে আরো দুইবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। তার কাছে ঘুরেফিরে উইল স্মিথের চড়-কাণ্ড নিয়ে প্রশ্ন এসেছে। তিনি বলেন, ‘এবারের আসরে কি কোনও ঝামেলা বাঁধবে? কোনও আক্রমণের ঘটনা কি হবে? আমার আশা, অবশ্যই তেমন কিছুর পুনরাবৃত্তি হবে না। লালগালিচার পরিবর্তে শ্যাম্পেন কার্পেট রাখার সিদ্ধান্ত দেখেই বোঝা যায়, কোনও রক্তপাত না হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আয়োজকরা!’

হলিউডের ডলবি থিয়েটার (ছবি: দ্য অ্যাকাডেমি)

গত বছরের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জয়ের আগে উইল স্মিথ কষে চড় লাগিয়ে দেন কমেডিয়ান ক্রিস রকের গালে। এ ঘটনায় অস্কারে মুখচুন হয়েছে। তাই এবার ক্রাইসিস টিম রেখেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

দর্শক ধরে রাখতে অভিনব উপায় বেছে নিয়েছে আয়োজকরা। এবার বিজ্ঞাপন বিরতির সময় মনোনীতদের নিয়ে সাজানো দুই-তিন মিনিটের ভিডিওর লিংক সংবলিত কিউআর কোড টিভি পর্দায় ভেসে উঠবে।

হলিউডের ডলবি থিয়েটার (ছবি: দ্য অ্যাকাডেমি)

২২তম বারের মতো হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এতে রয়েছে ৩ হাজার ৩০০টি আসন। কোনটিতে কে বসবেন সেই নাম আসনে জুড়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই মহাযজ্ঞ। এছাড়া অস্কারের ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ