ওয়ার্ল্ড সিনেমা
অস্কার ২০২৪: মনোনয়ন তালিকার শীর্ষে ‘ওপেনহাইমার’
বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি অস্কারের ৯৬তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হলো। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ ২৩টি শাখায় পুরস্কার দেওয়া হবে এবার। ২০২৩ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্য থেকে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে।
২৩ জানুয়ারি (বাংলাদেশ সময় ২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে এই সংস্থার সভাপতি জ্যানেট ইয়াং স্বাগত বক্তব্য রাখেন। এরপর মনোনীতদের নাম জানান জার্মান-আমেরিকান অভিনেত্রী জাজি বিৎজ ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েইড। অস্কারের দুটি ওয়েবসাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক) সরাসরি দেখানো হয় এই আয়োজন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৭টি শাখার সদস্যদের ভোটে মনোনয়ন তালিকা তৈরি হয়েছে। অভিনেতা সদস্যরা অন্য অভিনেতাদের, অভিনেত্রী সদস্যরা অন্য অভিনেত্রীদের, পরিচালকরা পরিচালকদের ভোট দিয়েছেন। তবে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা এবং আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় দুটিতে ভোট দিয়েছেন বহু-শাখা স্ক্রিনিং কমিটির সদস্যরা। অ্যাকাডেমির সব সদস্যের ভোটে সেরা সিনেমা শাখার মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এবার ৮০টি দেশের সদস্যরা ব্যালট জমা দিয়ে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আগামী ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত অ্যাকাডেমির সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি শাখার বিজয়ীদের চূড়ান্ত করবেন।
আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৬তম অস্কারের জমকালো আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব জিমি কিমেলের সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (আমপাস) সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ মোট ১৭টি শাখায় ১০ হাজারের বেশি সদস্য আছে।
৯৬তম অস্কারের পুরো মনোনয়ন তালিকা
সেরা সিনেমা
আমেরিকান ফিকশন, অ্যানাটমি অব অ্যা ফল, বার্বি, দ্য হোল্ডওভারস, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ত্রো, ওপেনহাইমার, পাস্ট লাইভস, পুয়োর থিংস, দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা অভিনেতা
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন), পল জিয়ামাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহাইমার), জেফ্রি রাইট (আমেরিকান ফিকশন)
সেরা পার্শ্ব-অভিনেতা
স্টারলিং কে. ব্রাউন (আমেরিকান ফিকশন), রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), রায়ান গসলিং (বার্বি), মার্ক রাফেলো (পুয়োর থিংস)
সেরা অভিনেত্রী
অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্ড্রা হুলার (অ্যানাটমি অব অ্যা ফল), ক্যারি মালিগ্যান (মায়েস্ত্রো), এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পারপল), আমেরিকা ফেরেরা (বার্বি), জোডি ফস্টার (নায়াড), ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পরিচালক
জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব অ্যা ফল), মার্টিন স্করসেসি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), ইয়োর্গোস লানতিমোস (পুয়োর থিংস), জনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট),
সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি), দ্য হোল্ডওভারস (ডেভিড হেমিংসন), মায়েস্ত্রো (ব্র্যাডলি কুপার, জশ সিঙ্গার), মে ডিসেম্বর (স্যামি বার্চ ও অ্যালেক্স মেশানিক), সেলিন সং (পাস্ট লাইভস)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য
আমেরিকান ফিকশন (কোর্ড জেফারসন), বার্বি (গ্রেটা গারউইগ, নোয়া বাউমবাক), ওপেনহাইমার (ক্রিস্টোফার নোলান), পুয়োর থিংস (টনি ম্যাকনামারা), দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথান গ্লেজার)
সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি), এলেমেন্টাল (পিটার সোন ও ডেনিস রিম), নিমোনা (নেটফ্লিক্স), রোবট ড্রিমস (আরটিভিই), স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স (সনি পিকচার্স অ্যানিমেশন)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
ইও ক্যাপিতানো (ইতালি), পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), দ্য টিচার্স’ লাউঞ্জ (জার্মানি), দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা চিত্রগ্রহণ
এল কন্দে (এডওয়ার্ড লাশম্যান), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (রদ্রিগো প্রিয়েতো), মায়েস্ত্রো (ম্যাথু লাইবেশিক), ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা), পুয়োর থিংস (রবি রায়ান)
সেরা পোশাক পরিকল্পনা
বার্বি (জ্যাকুলিন ডারেন), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাকুলিন ওয়েস্ট), নেপোলিয়ন (ডেভ ক্রসম্যান ও জান্টি ইয়েটস), ওপেনহাইমার (এলেন মিরোয়নিক), পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা প্রামাণ্যচিত্র
ববি ওয়াইন: দ্য পিপল’স প্রেসিডেন্ট, দ্য এটারনাল মেমোরি, ফোর ডটার্স, টু কিল অ্যা টাইগার, টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (ইউক্রেন)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
দ্য এবিসিস অব বুক ব্যানিং, দ্য বারবার অব লিটল রক, আইল্যান্ড ইন বিটুইন, দ্য লাস্ট রিপেয়ার শপ, নাই নাই অ্যান্ড ওয়াই পো
সেরা সম্পাদনা
অ্যানাটমি অব অ্যা ফল (লঁহো সেনেশাল), দ্য হোল্ডওভারস (কেভিন টেন্ট), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (থেলমা স্কুনমেকার), ওপেনহাইমার (জেনিফার লেম), পুয়োর থিংস (ইয়োর্গোস মাভ্রোপসারিভিস)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
গোল্ডা, মায়েস্ত্রো, ওপেনহাইমার, পুয়োর থিংস, সোসাইটি অব দ্য স্নো
সেরা মৌলিক আবহসংগীত
লরা কার্পম্যান (আমেরিকান ফিকশন), জন উইলিয়ামস (ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি), ইয়ার্সকিন ফেনড্রিক্স (পুয়োর থিংস), লুদবিগ গোরানসন (ওপেনহাইমার), রবি রবার্টসন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
সেরা মৌলিক গান
দ্য ফায়ার ইনসাইড (গীতিকবি ও সুরকার ডায়ান ওয়ারেন, চলচ্চিত্র: ফ্লামিন হট), আই’ম জাস্ট কেন (সিনেমা: বার্বি; গীতিকবি ও সুরকার মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট), ইট নেভার ওয়েন্ট অ্যাওয়ে (গীতিকবি ও সুরকার জন ব্যাটিস্ট ও ড্যান উইলসন, চলচ্চিত্র: আমেরিকান সিম্ফোনি), ওয়াহজাজে-অ্যা সং ফর মাই পিপল (গীতিকবি ও সুরকার স্কট জর্জ, চলচ্চিত্র: কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকবি ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, চলচ্চিত্র: বার্বি)
সেরা শিল্প নির্দেশনা
বার্বি (সারাহ গ্রিনউড ও কেটি স্পেন্সার), কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন (জ্যাক ফিস্ক ও অ্যাডাম উইলিস), নেপোলিয়ন (আর্থার ম্যাক্স ও এলি গ্রিফ), ওপেনহাইমার (রুখ ডে জং ও ক্লেয়ার কোফম্যান), পুয়োর থিংস (শোনা হিথ, জেমস প্রাইস ও জুজা মিহালেক)
সেরা শব্দ
দ্য ক্রিয়েটর, মায়েস্ত্রো, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান, ওপেনহাইমার, দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
দ্য ক্রিয়েটর, গডজিলা মাইনাস ওয়ান, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম.থ্রি, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান, নেপোলিয়ন
সেরা শর্টফিল্ম
দ্য আফটার, ইনভিনসিবল, নাইট অব ফরচুন, রেড হোয়াইট অ্যান্ড ব্লু, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার
সেরা অ্যানিমেটেড শর্টফিল্ম
লেটার টু অ্যা পিগ, নাইন্টি-পাইভ সেন্সেস, আওয়ার ইউনিফর্ম, পিচিডার্ম, ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস