Connect with us

গান বাজনা

আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘চলো বাংলাদেশ’ কনসার্টের পোস্টার (ছবি: গ্রামীণফোন)

বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা চলছে। বাংলাদেশের ক্রিকেটারদের জয় দেখতে মুখিয়ে ভক্ত-সমর্থকরা। লাল-সবুজ জার্সিধারীদের উজ্জীবিত করতে এবার কাঁপবে ঢাকার আর্মি স্টেডিয়াম। আগামীকাল (২০ অক্টোবর) এই মাঠে অনুষ্ঠিত হবে ‘চলো বাংলাদেশ’ শীর্ষক কনসার্ট।

কনসার্টে সংগীত পরিবেশন করবে কয়েকটি ব্যান্ড। এগুলো হলো ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা।

হাবিব ওয়াহিদ (ছবি: ফেসবুক)

একক সংগীতশিল্পীদের মধ্যে মঞ্চ মাতাবেন হাবিব ওয়াহিদ, পান্থ কানাই, হাসান, প্রীতম হাসান, শিশির আহমেদ, নাদিয়া দোরা, আনিকা এবং ব্ল্যাকজ্যাং-কিং ফরেভার।

‘এবার আপনার গর্জনে কাঁপবে বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে এই কনসার্ট আয়োজন করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। নাম নিবন্ধনকারীরা সংগীত পরিবেশনা উপভোগ করতে পারবেন। এছাড়া মাই জিপি অ্যাপ এবং বেসরকারি চ্যানেল এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে কনসার্ট।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ