Connect with us

ওটিটি

‘ইউএনও স্যার’ হয়ে ওটিটিতে অপূর্ব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: দীপ্ত টিভি)

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চরিত্রে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই তুলে ধরা হয়েছে এতে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ের প্রাঙ্গণে ‘ইউএনও স্যার’ ফিল্মের প্রিমিয়ার শোতে অংশ নেন অপূর্ব। এছাড়া ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, ভিশন ইলেকট্রনিক্স মিডিয়ার হেড অব মার্কেটিং মাহবুবুর রহমানসহ অনেকে।

‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: দীপ্ত টিভি)

‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে’ বক্তব্য নিয়ে ‘ইউএনও স্যার’ গল্পটি লিখেছেন আহসান হাবিব, চিত্রনাট্য সাজিয়েছেন মেজবাহ উদ্দিন সুমন।

‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: দীপ্ত টিভি)

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তিনি বলেন, ‘আমার জানা মতে, প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটি ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী-কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিলো ভালো করার। সেজন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে তানজিম সাইয়ারা তটিনী (ছবি: দীপ্ত টিভি)

অপূর্বর পাশাপাশি এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়াসহ অনেকে। এটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

সিনেমাওয়ালা প্রচ্ছদ