Connect with us

টেলিভিশন

‘ঈদ আড্ডা’ উপস্থাপনায় স্পর্শিয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অর্চিতা স্পর্শিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

চলতি মাসের মাঝামাঝি বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্চিতা স্পর্শিয়ার সিনেমা ‘ফিরে দেখা’। রোজিনার পরিচালনায় এতে চিত্রনায়ক নিরব হোসেনের নায়িকা হয়েছেন তিনি। এবার ছোট পর্দায় নতুন দায়িত্বে দেখা যাবে তাকে।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘ঈদ আড্ডা’ উপস্থাপনা করেছেন স্পর্শিয়া। অনুষ্ঠানে নীল রঙের শাড়ি পরে তারকাদের সঙ্গে আলাপ করেছেন তিনি।

‘ঈদ আড্ডা’য় (বাঁ থেকে) আব্দুন নূর সজল, মাসুমা রহমান নাবিলা, অর্চিতা স্পর্শিয়া, ডলি জহুর ও আবুল হায়াত (ছবি: বিটিভি)

‘ঈদ আড্ডা’য় শুটিংয়ের মজার স্মৃতি ও ঈদে কোররবানির মাংস বিতরণ প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন অভিনেতা আবুল হায়াত, ডলি জহুর, সজল ও মাসুমা রহমান নাবিলা।

‘ঈদ আড্ডা’য় (বাঁ থেকে) অর্চিতা স্পর্শিয়া, ডলি জহুর ও আবুল হায়াত (ছবি: বিটিভি)

‘ঈদ আড্ডা’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। আগামী ২৯ জুন ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

অর্চিতা স্পর্শিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

গতকাল এনটিভিতে প্রচারিত ‘লাল মাংসের ঝোল’ নাটকের জন্য প্রশংসা কুড়িয়েছেন স্পর্শিয়া। তার কাছে এটি বিশেষ একটি কাজ। অনিমেষ আইচের লেখা নাটকটি পরিচালনা করেছেন মাসুম প্রধান।

অর্চিতা স্পর্শিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

স্পর্শিয়া গত মাসে সরকারি অনুদানে পিকলু চৌধুরীর পরিচালনায় ‘দাওয়াল’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যাত্রা খুব সহজ ছিলো না। যারা পাশে ছিলেন, সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আশা করি, শেষ পর্যন্ত আমাদের সিনেমার পাশে থাকবেন সবাই। আমরা যেতে চাই বহুদূর সবাইকে নিয়ে।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ