Connect with us

টেলিভিশন

ঈদ ‘আনন্দমেলা’য় সিনেমার স্বাদ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নাদিয়া আহমেদ ও সাজু খাদেম
ঈদের ‘আনন্দমেলা’য় নাদিয়া আহমেদ ও সাজু খাদেম (ছবি: বিটিভি)

নাচ, গান, প্রেম, মারামারি, সাসপেন্স, থ্রিল— সিনেমার সব উপকরণ থাকছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদের ‘আনন্দমেলা’য়। সিনেমা নির্মাণের আঙ্গিকে এটি উপস্থাপনা করবেন নাটকের দুই শিল্পী সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। ইতোমধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে।

আনন্দমেলা

ঈদের ‘আনন্দমেলা’য় তারকারা (ছবি: বিটিভি)

‘আনন্দমেলা’ যৌথভাবে প্রযোজনা করেছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ। তারা জানান, প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় বিটিভির ‘আনন্দমেলা’। এবার নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন সাজু খাদেম। তিনি এর নাম দিয়েছেন ‘রঙিন আনন্দমেলা’। সিনেমাটি বানাতে গিয়ে কী কী ঘটে তা নিয়েই এবারের ‘আনন্দমেলা’।

মাহিয়া মাহি

ঈদের ‘আনন্দমেলা’য় মাহিয়া মাহি (ছবি: বিটিভি)

গত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচটি গানের তালে থাকছে চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রুহি, অভিনেতা তুষার খান, সাজু খাদেম, আরমান পারভেজ মুরাদ, সাব্বির, অভিনেত্রী চিত্রলেখা গুহ, মেহবুবা মাহনূর চাঁদনী ও নাদিয়ার পরিবেশনা। অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ কারণে সাজু খাদেমকে চড় মেরে বসবেন অভিনেতা তুষার খান!

আনন্দমেলা

ঈদের ‘আনন্দমেলা’য় নিরব ও রুহি (ছবি: বিটিভি)

তিন পুরুষ গায়ক সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পি মেয়েলি কণ্ঠে তিনটি গান গেয়ে শোনাবেন।

আনন্দমেলা

ঈদের ‘আনন্দমেলা’য় তারকারা (ছবি: বিটিভি)

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ