Connect with us

গান বাজনা

‘ওমর’ সিনেমার আইটেম গানে কনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা নতুন একটি আইটেম গান গাইলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ওমর’ সিনেমার জন্য তৈরি হয়েছে এটি। এর শিরোনাম ‘ভাইরাল বেবি’। কনার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের ঈশান মিত্র।

নতুন আইটেম গান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনা বলেন, ‘গানটির কথায় এখনকার ট্রেন্ডি ব্যাপারগুলো আছে। এটি গেয়ে মজা পেয়েছি। ‘ভাইরাল বেবি’ গানটি শুনে শ্রোতারাও আনন্দ পাবেন আশা করি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক-সিনেমায় বেশকিছু গান করেছি। তার নতুন সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে।’

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)

‘ভাইরাল বেবি’র সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের স্যাভি। তার সঙ্গে মিলে এটি লিখেছেন জনি হক। বড় পর্দায় গানটিতে ঠোঁট মেলাবেন একজন চিত্রনায়িকা। তবে তার নাম চমক হিসেবে রেখেছেন পরিচালক রাজ।

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)

‘ওমর’ সিনেমার জন্য স্যাভির সুর-সংগীতে তৈরি হয়েছে আরেকটি গান। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। ‘দুই নয়নের মণি’ শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সিনেমাটির থিম সং গেয়েছেন ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায়। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

স্যাভি, ঈশান মিত্র (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক শরিফুল রাজকে ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও নাসিরউদ্দিন খান। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম। মাস্টার কমিউনিকেশন্সের নিবেদনে ২০২৩ সালেই মুক্তি পাবে ‘ওমর’। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ