Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কানের লালগালিচায় নাচলেন আরিফিন শুভ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ লালগালিচায় নাচলেন চিত্রনায়ক আরিফিন শুভ। শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৭টার (বাংলাদেশ সময় রাত ১১টা) কিছুক্ষণ আগে হাজির হন তিনি।

গ্রে স্টুডিও

লালগালিচার জন্য শুভ পরেছিলেন ঢাকার ব্র্যান্ড ড্যাপার বিস্পোকের পোশাক। সাদা শার্টের সঙ্গে ক্রিম রঙের টাক্সেডো ও বো-টাই। আর চোখে ছিল সানগ্লাস। সুদর্শন এই অভিনেতা অনেক আলোকচিত্রীর মনোযোগ কেড়েছেন।

আরিফিন শুভ

কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

অস্ট্রেলিয়ার পরিচালক জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবির প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় হেঁটেছেন বিভিন্ন দেশের তারকারা। কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে ছিল এই আয়োজন।

কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আরিফিন শুভর নতুন সিনেমা ‘মুজিব: মেকিং অব অ্যা নেশন’-এর ট্রেলার উন্মোচন হয়েছে। গত ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

আরিফিন শুভ

কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

মার্শে দ্যু ফিল্মে এবার ভারত কান্ট্রি অব অনার সম্মান পেয়েছে। তাই দেশটির আমন্ত্রিত অতিথিদের লালগালিচায় পা রাখার সুযোগ দেওয়া হচ্ছে। আরিফিন শুভ সেই সূত্রে লালগালিচায় হেঁটেছেন। শনিবার (২১ মে) দিনভর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ