ঢালিউড
কোনো আইটেম গানে হাজির হচ্ছি না: ভাবনা

‘পায়েল’ সিনেমার শুটিংয়ে আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চারটি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ (২০১৭) এবং নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ (২০২১) মুক্তি পেয়েছে। বাকি দুই সিনেমা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ এবং শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’ মুক্তির অপেক্ষায় আছে। এগুলোর কোনোটিতেই তিনি নাচেননি। ক্যারিয়ারের পাঁচ নম্বর সিনেমায় সেই অভিজ্ঞতা হলো তার।
ভাবনা এখন নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। এর নাম ‘পায়েল’। এতে তাকে দেখা যাবে নাম ভূমিকায়। পায়েল অর্থ নূপুর। আর নূপুর মানেই নাচ। তাই বড় পর্দার জন্য নাচের স্বাদ পেয়ে গেলেন তিনি। তবে এটি আইটেম সং নয়!

‘পায়েল’ সিনেমার শুটিংয়ে আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
সিনেমায় নাচ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এর আগে কোনো সিনেমায় আমাকে নাচতে দেখা যায়নি। সেদিক দিয়ে এটি আমার জন্য আনন্দের যে, সিনেমায় প্রথমবারের মতো নাচতে পারলাম। তবে এটি আইটেম সং নয়। গল্পে পায়েলকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। এমন জায়গায় প্রায় প্রতিদিনই রাতে নাচ-গানের আসর বসে। ফলে চিত্রনাট্যের প্রয়োজনে থাকছে এই গান।’
ভাবনা যোগ করেছেন, ‘আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি। তাই আগামীতেও সিনেমায় নাচতে চাই।’
রায়হান খানের পরিচালনায় ‘পায়েল’ সিনেমায় ভাবনা নৃত্যশিল্পীর চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন। এফডিসিতে ‘ঝিলমিল ঝিলমিল রাতটা’ শিরোনামের গানটির শুটিং হয়েছে। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজনে ইমন সাহা।

‘পায়েল’ সিনেমার শুটিংয়ে আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
শুরুতে সিনেমাটির নাম ছিলো ‘এক্সকিউজ মি’। পরে নাম পাল্টে রাখা হয় ‘পায়েল’। এতে ভাবনার নায়ক থাকছেন জিয়াউল রোশান। এছাড়াও আছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, শাহেদ আলীসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মাহবুব হাসান খান। এফডিসিতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং শেষে ইউনিট যাবে বান্দরবান ও পুবাইলে।
ভাবনার মুক্তি প্রতীক্ষিত তিন সিনেমা দেখার অপেক্ষায় দর্শকরা। এরমধ্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’-এ আনজুম এবং ‘দামপাড়া’য় মাহমুদা হক চরিত্রে দেখা যাবে তাকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস