Connect with us

ঢালিউড

‘জওয়ান’ সুনামির আতঙ্কে আবার পেছালো ‘অন্তর্জাল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর ‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, “এবার আর নড়চড় নাই। ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ ৮ সেপ্টেম্বর। সিনেমা হলে কাঁপানোর জন্য তৈরি আমরা। খেলা হবে।” কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এই নির্মাতা। নড়তে-চড়তে তাকে হলোই! ফলে সিনেমাটির মুক্তি আবার পিছিয়েছে।

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ গত ঈদুল আজহায় (২৯ জুন) মুক্তি পাওয়ার কথা ছিলো। এজন্য প্রচারণাও শুরু করেন অভিনয়শিল্পীরা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেছে সিনেমাটি।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমন (ছবি: টাইগার মিডিয়া)

সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদের অন্য সিনেমাগুলোর সুবিধার্থে এবং সিনেমাহলে ঈদ ছাড়াও দর্শক উপস্থিতি তৈরি করতে পেছানো হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে ৮ সেপ্টেম্বর দিনটিকে মুক্তির নতুন তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়। কিন্তু সেই সিদ্ধান্তও পাল্টাতে হলো।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। বাংলাদেশে ৮ সেপ্টেম্বর থেকে এর প্রদর্শনী চলবে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাওয়ায় ‘অন্তর্জাল’ পিছিয়ে গেছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত এই তারিখ ঠিক কিনা সময়ই বলে দেবে।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

গতকাল (৩ সেপ্টেম্বর) ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেখানো হয় এই সিনেমার ২ মিনিট ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার। ইউটিউবে টাইগার মিডিয়া চ্যানেলে দেখা যাচ্ছে এটি। ঈদের আগে এর ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়।

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন বিদ্যা সিনহা মিম। প্রিয়ম চরিত্রে থাকছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থান ছাড়াও থাইল্যান্ডের একটি লোকেশনে শুটিং করেছেন তারা। এছাড়া প্রায় ৬৫ জন থাই ক্রু ও টেকনিশিয়ানের সমন্বয়ে দেশটিতে মারামারিসহ বিভিন্ন দৃশ্যের শুটিং হয়। এরমধ্যে ছিলো কেন্দ্রীয় থানা ও কারাগারের মতো প্রকৃত স্থান।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারের দৃশ্য (ছবি: টাইগার মিডিয়া)

‘অন্তর্জাল’ গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপংকর দীপন। আগের দুটি সিনেমায় বড় ক্যানভাসে ভিএফএক্স নির্ভর সিনেমায় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। এবারের সিনেমায় ব্যবহার হয়েছে হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট, রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজনসহ অত্যাধুনিক প্রযুক্তি। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার হয়েছে এতে।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

ঈদের আগে ‘বলে দিলেই তো হয়’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এটি গেয়েছেন ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি। সিনেমার চিত্রগ্রহণ করেছেন মনিরুল ইসলাম মাসুম, শিল্প নির্দেশনা দিয়েছেন সামুরাই মারুফ।

‘অন্তর্জাল’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

ঢালিউড

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’ পেরিয়ে ফিরছেন অভিনেতা আফরান নিশো। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরিচালক ও ছবি দুটির নাম এখনো জানা যায়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিনেমা দুটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও এসভিএফ-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

২০২৩ সালে ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর থেকে তার নতুন কাজের ব্যাপারে কৌতূহল ছিলো ভক্ত-দর্শকদের। অবশেষে বড় পর্দায় ফেরার সুখবর দিলেন তিনি।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘ফাতিমা’ সিনেমাহলে কবে আসছে জানালেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার নতুন সিনেমা ‘ফাতিমা’ আগামী ২৪ মে সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ মে) সোশ্যাল মিডিয়ায় ‘ফাতিমা’র পোস্টার শেয়ার দিয়ে ফারিণ লিখেছেন, “আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!”

‘ফাতিমা’র পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

পোস্টারে দেখা যাচ্ছে, তাসনিয়া ফারিণ একদৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন। এতে ১৯৭১ ও ২০২৩ সাল উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ও ২০২৩ সালের দুটি পৃথক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পোস্টারের নিচের অংশে গরুর গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে অনেককে আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে।

‘ফাতিমা’য় অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের পর গত বছর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ‘ফাতিমা’।

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা, গাউসুল আলম শাওন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে কাজ শেষ করে সাত বছর লেগেছে। চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইয়াকুব)

সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ধ্রুব হাসান। গল্পটি তারই। তিনি ও আদনান হাবিব চিত্রনাট্য লিখেছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন।

গানের সুর ও সংগীত এবং আবহ সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ