ওটিটি
চরকি অ্যাওয়ার্ডে সর্বাধিক মনোনয়ন পেলো ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, সিনেমায় শীর্ষে ‘সুড়ঙ্গ’
চরকি অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসরে সর্বাধিক ১৫টি মনোনয়ন পেলো শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দ্বিতীয় সর্বাধিক ১৪টি করে শাখায় মনোনীত হয়েছে রায়হান রাফী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সুড়ঙ্গ’ এবং শঙ্খ দাশগুপ্তের ওয়েব সিরিজ ‘গুটি’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ১২টি এবং অনম বিশ্বাসের ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ ১১টি শাখায় মনোনয়ন পেয়েছে।
এছাড়া ‘পুনর্মিলনে’ ৯টি, ‘মারকিউলিস’ ৮টি, ‘ঊনিশ২০’ ৬টি, ‘ইন্টার্নশিপ’ ৫টি, ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘প্রচলিত’ ৪টি, ‘ওভারট্রাম্প’ ৩টি, ‘আড়াল’, ‘দাগ’, ‘জাহান’ ২টি এবং ‘আন্তনগর’ ১টি মনোনয়ন পেয়েছে।
ওয়েব ফিল্মের মধ্যে সাবস্ক্রাইবার চয়েস এবং সমালোচক পছন্দ উভয় ক্ষেত্রে সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া) ও আফরান নিশো (সুড়ঙ্গ)।
ওয়েব ফিল্মের মধ্যে সাবস্ক্রাইবার চয়েস এবং সমালোচক পছন্দ উভয় ক্ষেত্রে সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন আফসান আরা বিন্দু (ঊনিশ২০), নুসরাত ইমরোজ তিশা (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি) ও তমা মির্জা (সুড়ঙ্গ)।
ওয়েব সিরিজের মধ্যে সাবস্ক্রাইবার চয়েস এবং সমালোচক পছন্দ উভয় ক্ষেত্রেই সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন কেবল নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন)।
ওয়েব সিরিজের মধ্যে সাবস্ক্রাইবার চয়েস এবং সমালোচক পছন্দ উভয় ক্ষেত্রে সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন আজমেরী হক বাঁধন (গুটি), সাবিলা নূর (মারকিউলিস) ও রাফিয়াত রশিদ মিথিলা (মাইশেলফ অ্যালেন স্বপন)।
সমালোচক পুরস্কারে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওয়েব ফিল্মের জন্য মোস্তফা সরয়ার ফারুকী সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা গল্প ও চিত্রনাট্য শাখায় তিনটি মনোনয়ন পেয়েছেন। একই ওয়েব ফিল্মের জন্য সমানসংখ্যক শাখায় (সাবস্ক্রাইবার চয়েসে সেরা অভিনেত্রী, সমালোচক পছন্দে সেরা অভিনেত্রী এবং সেরা গল্প ও চিত্রনাট্য) মনোনীত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চরকিতে যত অরিজিনাল কনটেন্ট মুক্তি পেয়েছে সেগুলার মধ্য থেকে সেরাগুলোকে পুরস্কার দেওয়া হবে। সেরা সিনেমা ও সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ২৪টি শাখায় অ্যাওয়ার্ড দেওয়া হবে। সাবস্ক্রাইবার চয়েস হিসেবে ৭টি শাখা, সমালোচক পছন্দ হিসেবে ১৬টি শাখায় এবং চরকি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হবে। গতকাল (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ভোটিং প্রক্রিয়া। ভোট করা যাবে এই লিংকে https://awards.chorki.com/vote।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে যেসব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী কাজ করেছেন, তাদের আরো উৎসাহ আর অনুপ্রেরণা দিতে এই আয়োজন। পুরস্কার বিতরণ করতে বহুল প্রতীক্ষিত ‘চরকি কার্নিভ্যাল-২০২৪’ হতে যাচ্ছে শিগগিরই। গতকাল (২২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এই ঘোষণা দিয়েছেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।
চরকি এক্সিলেন্সি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা
সাবস্ক্রাইবার চয়েস
সেরা ওয়েব ফিল্ম: দুই দিনের দুনিয়া, সুড়ঙ্গ, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ঊনিশ২০, পুনর্মিলনে
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), মোশাররফ করিম (দাগ), আফরান নিশো (সুড়ঙ্গ), আরিফিন শুভ (ঊনিশ২০), সিয়াম আহমেদ (পুনর্মিলনে)
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): আফসান আরা বিন্দু (ঊনিশ২০), নুসরাত ইমরোজ তিশা (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি), রুনা খান (আন্তনগর), তমা মির্জা (সুড়ঙ্গ), তাসনিয়া ফারিণ (পুনর্মিলনে)
সেরা সিরিজ: গুটি, ইন্টার্নশিপ, মাইশেলফ অ্যালেন স্বপন, ভাইরাস
সেরা অভিনেতা (সিরিজ): শাহরিয়ার নাজিম জয় (গুটি), ইয়াশ রোহান (প্রচলিত-হাতবদল), নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), সৌম্য জ্যোতি (ইন্টার্নশিপ)
সেরা অভিনেত্রী (সিরিজ): আজমেরী হক বাঁধন (গুটি), সাবিলা নূর (মারকিউলিস), সামিরা খান মাহি (ওভারট্রাম্প), রাফিয়াত রশিদ মিথিলা (মাইশেলফ অ্যালেন স্বপন)
সেরা গান: টেকা পাখি (দুই দিনের দুনিয়া), পাখি পাখি মন (ঊনিশ২০), বৈয়াম পাখি (মাইশেলফ অ্যালেন স্বপন), গা ছুঁয়ে বলো (সুড়ঙ্গ), কথার মালা (মারকিউলিস)
সমালোচক পুরস্কার
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), প্রীতম হাসান (আড়াল), আফরান নিশো (সুড়ঙ্গ), নূর ইমরান মিঠু (পুনর্মিলনে), মোস্তফা সরয়ার ফারুকী (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): আইশা খান (দাগ), তমা মির্জা (সুড়ঙ্গ), নাজিয়া হক অর্ষা (জাহান), আফসান আরা বিন্দু (ঊনিশ২০), নুসরাত ইমরোজ তিশা (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
সেরা পরিচালক (ওয়েব ফিল্ম): রবিউল আলম রবি (ক্যাফে ডিজায়ার), নাজমুল নবীন (আড়াল), রায়হান রাফী (সুড়ঙ্গ), মিজানুর রহমান আরিয়ান (পুনর্মিলনে), মোস্তফা সরয়ার ফারুকী (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
সেরা গল্প ও চিত্রনাট্য (ওয়েব ফিল্ম): আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস (দুই দিনের দুনিয়া), মিজানুর রহমান আরিয়ান (পুনর্মিলনে), শিবব্রত বর্মণ ও রবিউল আলম রবি (ক্যাফে ডিজায়ার), রাজিব হাসান (ঊনিশ২০), মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ): শরীফ সিরাজ (মারকিউলিস), মোস্তফা মন্ওয়ার (প্রচলিত-রিংটোন), নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), আব্দুল্লাহ আল সেন্টু (মাইশেলফ অ্যালেন স্বপন), তারিক আনাম খান (ভাইরাস)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ): আশনা হাবিব ভাবনা (ওভারট্রাম্প), আজমেরী হক বাঁধন (গুটি), সাবিলা নূর (মারকিউলিস), মৌসুমি হামিদ (গুটি), রাফিয়াত রশিদ মিথিলা (মাইশেলফ অ্যালেন স্বপন)
সেরা পরিচালক (ওয়েব সিরিজ): শঙ্খ দাশগুপ্ত (গুটি), আবু শাহেদ ইমন (মারকিউলিস), শিহাব শাহীন (মাইশেলফ অ্যালেন স্বপন), অনম বিশ্বাস (ভাইরাস)
সেরা গল্প ও চিত্রনাট্য (ওয়েব সিরিজ): রবিউল আলম রবি, শঙ্খ দাশগুপ্ত, জাহীন ফারুক আমিন, আবু সাঈদ রানা (গুটি), বাশার জর্জিস, সিদ্দিক আহমেদ, অম্লান, মোন্তাসির মান্নান (ওভারট্রাম্প), শিহাব শাহীন (মাইশেলফ অ্যালেন স্বপন), অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন (ভাইরাস)
সেরা চিত্রগ্রাহক: শেখ রাজিবুল ইসলাম (দুই দিনের দুনিয়া), তাহসিন রহমান (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি), বরকত হোসেন পলাশ (গুটি, মারকিউলিস), তানভীর আহসান (জাহান), সুমন সরকার (সুড়ঙ্গ)
সেরা সম্পাদক: মোমিন বিশ্বাস (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি), সিমিত রায় অন্তর (সুড়ঙ্গ), সালেহ সোবহান অনীম (ক্যাফে ডিজায়ার, গুটি), ময়ূখ বারী (পুনর্মিলনে), লিয়ন রোজারিও (মাইশেলফ অ্যালেন স্বপন)
রূপসজ্জা/সাজসজ্জা: আতিয়া রহমান (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, দুই দিনের দুনিয়া, মাইশেলফ অ্যালেন স্বপন), হাসিবুর রহমান ইমরান (গুটি), রুবামা ফাইরুজ (মারকিউলিস), মো. খোকন মোল্লা (সুড়ঙ্গ), মো. কামরুল (প্রচলিত)
পোশাক পরিকল্পনা: প্রীতি রোজারিও (দুই দিনের দুনিয়া), বিজয়া রত্নাবলী (গুটি), বিথী আফরিন (সুড়ঙ্গ, ইন্টার্নশিপ), ফারজানা এনি (মাইশেলফ অ্যালেন স্বপন, ওভারট্রাম্প), ইদিলা ফরিদ তুরিন (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
আবহ সংগীত: ইমন চোধুরী (দুই দিনের দুনিয়া, মারকিউলিস), জাহিদ নিরব (পুনর্মিলনে), রুসলান রেহমান (গুটি), আরাফাত মহসিন (সুড়ঙ্গ), পাভেল আরিন (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
শব্দ বিন্যাস: রিপন নাথ (দুই দিনের দুনিয়া, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন), রাজেশ সাহা (ক্যাফে ডিজায়ার, গুটি), শৈব তালুকদার (পুনর্মিলনে)
শিল্প নির্দেশনা: তারেক বাবলু (গুটি), শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), নাইমা জামান (মাইশেলফ অ্যালেন স্বপন), শিহাব নুরুন নবী (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি)
চরকি পাওয়ার হাউস অব টুমরো: মাশা ইসলাম (টেকা পাখি-দুই দিনের দুনিয়া), কারিনা কায়সার (লেখক-ইন্টার্নশিপ), সাদিয়া আয়মান (অভিনয়শিল্পী-ইন্টার্নশিপ, প্রচলিত), আমিন হান্নান চৌধুরী (কমেডিয়ান-ওয়ান নাইট স্ট্যান্ড), আব্দুল্লাহ আল সেন্টু (মাইশেলফ অ্যালেন স্বপন)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস