Connect with us

ঢালিউড

‘জওয়ান’ সুনামির আতঙ্কে আবার পেছালো ‘অন্তর্জাল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর ‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, “এবার আর নড়চড় নাই। ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ ৮ সেপ্টেম্বর। সিনেমা হলে কাঁপানোর জন্য তৈরি আমরা। খেলা হবে।” কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এই নির্মাতা। নড়তে-চড়তে তাকে হলোই! ফলে সিনেমাটির মুক্তি আবার পিছিয়েছে।

দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ গত ঈদুল আজহায় (২৯ জুন) মুক্তি পাওয়ার কথা ছিলো। এজন্য প্রচারণাও শুরু করেন অভিনয়শিল্পীরা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেছে সিনেমাটি।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমন (ছবি: টাইগার মিডিয়া)

সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদের অন্য সিনেমাগুলোর সুবিধার্থে এবং সিনেমাহলে ঈদ ছাড়াও দর্শক উপস্থিতি তৈরি করতে পেছানো হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে ৮ সেপ্টেম্বর দিনটিকে মুক্তির নতুন তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়। কিন্তু সেই সিদ্ধান্তও পাল্টাতে হলো।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। বাংলাদেশে ৮ সেপ্টেম্বর থেকে এর প্রদর্শনী চলবে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাওয়ায় ‘অন্তর্জাল’ পিছিয়ে গেছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত এই তারিখ ঠিক কিনা সময়ই বলে দেবে।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

গতকাল (৩ সেপ্টেম্বর) ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেখানো হয় এই সিনেমার ২ মিনিট ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার। ইউটিউবে টাইগার মিডিয়া চ্যানেলে দেখা যাচ্ছে এটি। ঈদের আগে এর ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়।

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন বিদ্যা সিনহা মিম। প্রিয়ম চরিত্রে থাকছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থান ছাড়াও থাইল্যান্ডের একটি লোকেশনে শুটিং করেছেন তারা। এছাড়া প্রায় ৬৫ জন থাই ক্রু ও টেকনিশিয়ানের সমন্বয়ে দেশটিতে মারামারিসহ বিভিন্ন দৃশ্যের শুটিং হয়। এরমধ্যে ছিলো কেন্দ্রীয় থানা ও কারাগারের মতো প্রকৃত স্থান।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারের দৃশ্য (ছবি: টাইগার মিডিয়া)

‘অন্তর্জাল’ গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপংকর দীপন। আগের দুটি সিনেমায় বড় ক্যানভাসে ভিএফএক্স নির্ভর সিনেমায় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। এবারের সিনেমায় ব্যবহার হয়েছে হলোগ্রাফিক ক্যারেক্টার, হোম অ্যাপ্লায়েন্স রোবট, সিকিউরিটি রোবট, রোবোড্রোন, লেজার প্রটেক্টেড প্রিজনসহ অত্যাধুনিক প্রযুক্তি। প্রায় ৯৫ হাজার ফ্রেমের ভিএফএক্স ব্যবহার হয়েছে এতে।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

ঈদের আগে ‘বলে দিলেই তো হয়’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এটি গেয়েছেন ইমন চৌধুরী ও অবন্তী সিঁথি। সিনেমার চিত্রগ্রহণ করেছেন মনিরুল ইসলাম মাসুম, শিল্প নির্দেশনা দিয়েছেন সামুরাই মারুফ।

‘অন্তর্জাল’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ