Connect with us

টালিউড

জিৎ-মিমের ‘মানুষ’ বাংলাদেশের ৪৪ সিনেমাহলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মানুষ’ সিনেমার দৃশ্যে বিদ্যা সিনহা মিম (ছবি: গ্রাসরুট এন্টারটেইনমেন্ট)

ভারতীয় বাংলা সিনেমা ‘মানুষ’ আজ (১৫ ডিসেম্বর) মুক্তি পেলো বাংলাদেশে। ঢাকাসহ বিভিন্ন জেলার ৪৪টি সিনেমাহলে দেখা যাচ্ছে এটি।বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালনায় এতে অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।

যৌথ প্রযোজনা ছাড়া ভারতীয় সিনেমায় বাংলাদেশের পরিচালক ও অভিনেত্রী সচরাচর দেখা যায় না। ‘মানুষ’ সেদিক থেকে ব্যতিক্রম। এতে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মন্দিরা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ২০১৮ সালে জিতের প্রযোজনায় তারই বিপরীতে ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমায় অভিনয় করেন মিম।

‘মানুষ’ সিনেমার দৃশ্যে জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায় (ছবি: গ্রাসরুট এন্টারটেইনমেন্ট)

গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের ১১৮টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘মানুষ’। সিনেমাটি বিভিন্ন বয়সী দর্শক উপভোগ করেছেন। ৬৫-৭০ বয়সী দম্পতিরাও সিনেমাহলে এসেছেন। জিৎ ও মিমের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী ও জিতু কমল।

সঞ্জয় সমদ্দার ও জিৎ (ছবি: ফেসবুক)

‘মানুষ’ হলো সঞ্জয় সমদ্দার পরিচালিত প্রথম সিনেমা। তিনিই এর গল্প ও টাইটেল গান লিখেছেন। তার কথায়, ‘আবেগ, অ্যাকশন, ড্রামাসহ এটি পারিবারিক বিনোদনমূলক একটি সিনেমা। বাংলা সিনেমায় এমন অ্যাকশন আগে হয়নি! একটি পুরোপুরি সিনেম্যাটিক অভিজ্ঞতা পাওয়া যাবে এতে।’

‘মানুষ’ সিনেমার দৃশ্যে জিৎ ও অয়ন্যা (ছবি: গ্রাসরুট এন্টারটেইনমেন্ট)

কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের গোপাল মাদনানি ও অমিত জুমরানির সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ